পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Samar Banerjee: কার্ডিয়োলজি বিভাগে স্থানান্তরিত করা হল সমর বন্দ্যোপাধ্যায়কে - Ex Mohun Bagan footballer Samar Banerjee hospitalized

প্রাথমিকভাবে নিউরো মেডিসিনে ভর্তি করা হয়েছিল প্রাক্তন মোহনবাগানীকে। শুক্রবার নবতিপর বদ্রু বন্দ্যোপাধ্যায়কে স্থানান্তরিত করা হয় কার্ডিয়োলজি বিভাগে (Ex Mohun Bagan footballer Samar Banerjee hospitalized)।

Samar Banerjee
কার্ডিয়োলজি বিভাগে স্থানান্তরিত করা হল সমর বন্দ্যোপাধ্যায়কে

By

Published : Jul 29, 2022, 8:04 PM IST

কলকাতা, 29 জুলাই: গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি প্রাক্তন ফুটবলার সমর ওরফে বদ্রু বন্দ্যোপাধ্যায়। বুধবারই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। 92 বছরের এই প্রাক্তন ফুটবলার বার্ধক্যজনিত একাধিক রোগ নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে (Ex Mohun Bagan footballer Samar Banerjee hospitalized)। প্রাথমিকভাবে নিউরো মেডিসিনে ভর্তি করা হয়েছিল প্রাক্তন মোহনবাগানী। শুক্রবার তাঁকে স্থানান্তরিত করা হয় কার্ডিয়োলজি বিভাগে।

বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ 1952-57 সবুজ-মেরুন জার্সি গায়ে খেলা এই ফুটবলার। বুধবার সকালে বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বদ্রু বন্দ্যোপাধ্যায়। খবর পেয়ে প্রাক্তন ফুটবলারের পরিবারের তরফ থেকে মোহনবাগান ক্লাবের সঙ্গে যোগাযোগ করা হয়। যোগাযোগ করা হয়েছিল ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গেও। মোহনবাগান ক্লাব এবং মন্ত্রীর সহযোগিতায় তিনি ভর্তি হন এসএসকেএম হাসপাতালে।

আরও পড়ুন:সবুজ-মেরুনেই প্রীতম, বাগানে চুক্তি নবীকরণ বাঙালি ডিফেন্ডারের

শুক্রবার নবতিপর প্রাক্তন ফুটবলারকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। জানা গিয়েছে বদ্রু বন্দ্যোপাধ্যায়ের অ্যালঝাইমার্সও রয়েছে। বয়স হওয়ার জন্যই তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত চিকিৎসক মহল।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details