ম্যাঞ্চেস্টার, 15 মার্চ: ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে 5 গোলের রেকর্ডধারী ফুটবলারদের তালিকায় প্রবেশ করলেন আর্লিং হ্যালান্ড (Erling Haaland Scores 5 Goals in Champions League) ৷ মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগের ম্যাচে 5 গোল করেছেন ম্যাঞ্চেস্টার সিটির এই ফুটবলার ৷ জার্মানির ফুটবল ক্লাব আরবি লিপজিগের বিরুদ্ধে ঘরের মাঠে এই কীর্তি অর্জন করেছেন তিনি ৷ প্রথম লেগে লিপজিগের ঘরের মাঠে 1-1 ড্র করেছিল ম্যান সিটি ৷ ফিরতি ম্যাচে 7-0 গোলে জিতল ব্রিটিশ ফুটবল ক্লাব ৷ 8-1 এগ্রিগেটে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে সিটি ৷
নরওয়ের ফুটবলার আর্লিং হ্যালান্ড চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে 30 গোল করার রেকর্ড গড়েছেন মঙ্গলবার রাতে ৷ 22 বছর 236 দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি ৷ এর আগে প্যারিস সাঁ জা'র ফুটবলার কিলিয়ান এমবাপে 22 বছর 352 দিনে এই রেকর্ড গড়েছিলেন ৷ কিন্তু, এই ম্যাচে এমবাপেকে ছাড়িয়ে গেলেন আর্লিং হ্যালান্ড ৷ ইপিএল-জয়ী দলের এই তারকা স্ট্রাইকার ম্যাচের 22 মিনিটে চ্যাম্পিয়ন্স লিগে 30 গোলের এই রেকর্ড গড়েন ৷ 22 মিনিটের মধ্যে তাঁর জোড়া গোলের সুবাদে ম্যাঞ্চেস্টার সিটি 2-0 গোলে এগিয়ে যায় ৷