লন্ডন, 10 মে : আর্লিং হ্যালান্ডের ট্রান্সফার ইস্যুতে অবশেষে মুখ খুলল ম্যাঞ্চেস্টার সিটি ৷ জোরাল গুঞ্জনে সিলমোহর দিয়ে মঙ্গলবার ইংল্যান্ডের ক্লাবটি জানিয়ে দিল, নরওয়ের প্রতিশ্রুতিমান স্ট্রাইকারকে দলে নেওয়ার ব্যাপারে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে প্রধান চুক্তিতে সম্মত হয়েছে তারা ৷ তবে ইংল্যান্ডের ক্লাবে হ্যালান্ডের মেয়াদ নিয়ে ফুটবলারের সঙ্গে তাদের আলোচনা জারি রয়েছে ৷ সে ব্য়াপারে দু'পক্ষ সম্মত হলেই নরওয়ে স্ট্রাইকারের ম্যাঞ্চেস্টারের ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারে আর কোনও বাধা থাকবে ৷
বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যাঞ্চেস্টার সিটিতে যে আর্লিং হ্যালান্ড যোগ দিচ্ছেন তা অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছিল সোমবার (Erling Haaland is set to join Manchester City from Borussia Dortmund) ৷ ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো আবার সিটিতে হ্যালান্ড সাপ্তাহিক কত পারিশ্রমিক পাবেন, তাও জানিয়ে দিয়েছিলেন পরিষ্কারভাবে ৷ যা ভারতীয় মুদ্রায় সাড়ে 3 কোটি টাকারও বেশি ৷ অবশেষে সিটি এদিন সেই খবরের সত্যতা স্বীকার করে নিতে বাধ্য হল ৷ ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে একটা বিবৃতি জারি করেছে তারা ৷ যেখানে সিটি লিখেছে, "1 জুলাই, 2022 থেকে আর্লিং হ্য়ালান্ডকে দলে নেওয়ার বিষয়ে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে প্রধান চুক্তিতে সম্মত হয়েছি আমরা ৷" এরপর তারা জানিয়েছে, চুক্তির মেয়াদ নিয়ে এখনও সংশ্লিষ্ট ফুটবলারের সঙ্গে আলোচনা চলছে তাদের ৷