দোহা, 10 ডিসেম্বর: বিশ্বকাপের প্রেস বক্সে মার্কিন ক্রীড়া সাংবাদিক গ্রান্ট ওয়াহলের মৃত্যু ৷ যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়া জগতে ৷ জানা গিয়েছে, লুসেইল স্টেডিয়ামের প্রেস বক্সে ম্যাচ চলাকালীন চেয়ার থেকে পড়ে যান ওয়াহল ৷ তাঁকে তৎক্ষণাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷ সাংবাদিকের এহেন মৃত্যুতে সকলেই হতবাক এবং একইসঙ্গে শোকাহত ৷ এদিকে সাংবাদিকের ভাই এরিক অভিযোগ করেছেন, তাঁর দাদাকে খুন করা হয়েছে (Eric Wahl Accused of Foul Play in US Journalist Grant Wahl Death) ৷ সোশলা মিডিয়ায় সেই অভিযোগের একটি ভিডিয়ো পোস্ট করেছেন এরিক ৷
কিন্তু, কেন খুনের অভিযোগ করছেন এরিক ওয়াহল ? এরিক জানান, গ্রান্ট কয়েকদিন আগে দোহার স্টেডিয়ামে রামধনু রঙের পোশাক পরে গিয়েছিলেন ৷ সেই সময় তাঁকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি ৷ ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে ৷ কারণ গ্রান্টের ভাই এরিক একজন সমকামী ৷ সমকামীদের প্রতি কাতার প্রশাসনের যে নিষেধাজ্ঞা তার বিরুদ্ধে শুরু থেকে সরব ছিলেন গ্রান্ট ৷ তাই ভাইয়ের সমর্থনেই দোহা স্টেডিয়ামে ওই পোশাক পরে গিয়েছিলেন ৷
এরিক অভিযোগ করেছেন, গ্রান্টকে ওইদিনের পর থেকে লাগাতার প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছিল ৷ গ্রান্ট ভাই এরিককে সেকথা বলেও ছিলেন ৷ আর তার কয়েকদিনের মধ্যে গ্রান্ট ওয়াহলের মৃত্যুর পিছনে স্বভাবতই অন্তর্ঘাতের অভিযোগ করেছেন এরিক ওয়াহল ৷ এ নিয়ে গ্রান্টও তাঁর সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন ৷