পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Bobby Charlton Demise: প্রয়াত স্যর ববি চার্লটন, বিশ্বকাপজয়ীর মৃত্যুতে শোকের ছায়া ফুটবলবিশ্বে - প্রয়াত ফুটবলার স্যর ববি চার্লটন

প্রয়াত বিশ্বকাপ জয়ী প্রাক্তন ইংরেজ ফুটবলার স্যর ববি চার্লটন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 86 বছর ৷ ইংল্যান্ডের 1966 সালের বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ববি ৷

Death of Bobby Charlton
প্রয়াত বিশ্বকাপ জয়ী প্রাক্তন ইংরেজ ফুটবলার ববি চার্লটন

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 9:19 PM IST

Updated : Oct 21, 2023, 11:07 PM IST

লন্ডন, 21 অক্টোবর: প্রয়াত বিশ্বকাপ জয়ী প্রাক্তন ইংরেজ ফুটবলার স্যর ববি চার্লটন ৷ সংবাদসংস্থা এপির দেওয়া খবর অনুযায়ী, শনিবার সকালে মৃত্যু হয় তাঁর ৷ একটি বিবৃতি প্রকাশ করে একথা জানিয়েছে প্রয়াত ফুটবলারের পরিবার ৷ 1966 সালে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের প্রতিনিধি ছিলেন তিনি ৷ মৃত্য়ুকালে স্যার ববির বয়স হয়েছিল 86 বছর ৷

শনিবার সন্ধ্যার দিকে পরিবারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, নিজের বাড়িতেই প্রয়াত হন কিংবদন্তি এই ফুটবলার ৷ সেসময় তাঁর সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও ৷ দীর্ঘ দিন ধরেই ডিমেনশিয়ায় ভুগছিলেন এই কিংবদন্তি ৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই তারকা খেলোয়াড় একসময় পায়ের জাদুতে বহু অসম্ভব সুন্দর গোলের জন্ম দিয়েছেন তিনি ৷ জোরালো শটে বহুবার বল জালে জড়িয়েছিলেন তিনি ৷ সংখ্যার হিসাবে দেখতে শুধুমাত্র দেশের হয়েই 49টি গোল করেন ববি ৷

স্যর ববির এই রেকর্ড অক্ষত ছিল প্রায় 40 বছর ৷ তারপর সেই রেকর্ড ভাঙেন ওয়েন রুনি ৷ একই সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়েও সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি ৷ ম্যান ইউয়ের হয়ে 758টি ম্য়াচ খেলেছেন ববি ৷ বল জালে জড়িয়েছেন 249বার ৷ 1956-1973 সাল পর্যন্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছিলেন চার্লটন ৷ সেসময় ডেনিস ল, জর্জ বেস্টের সঙ্গে তাঁর জুটি রীতিমতো পরিচিত ছিল ৷ তাঁদের ত্রিফলা আক্রমণের ভয়ে পা কাঁপত বহু শক্তিশালী দলেরও ৷ খেলোয়াড়ি জীবনে তিন বার ইংলিশ লিগ খেতাব, একবার এফএ কাপ জয় করেন তিনি ৷

আরও পড়ুন: সপ্তমীতে অন্ধকার লাল-হলুদে, আইএসএলে টানা দ্বিতীয় হার ইস্টবেঙ্গলের

অন্যদিকে ইংল্যান্ডের হয়ে 106টি ম্যাচে প্রতিনিধিত্ব করে এই ফুটবলার ৷ 1966 সালে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রেও বড় ভূমিকা নিয়েছিলেন তিনি ৷ করেছিলেন তিনটি গুরুত্বপূর্ণ গোল ৷ তাঁর জীবন ছিল অদ্ভুত সব অভিজ্ঞতায় ভরপুর ৷ এমনকী বিমান দুর্ঘটনার পরেও বেঁচে গিয়েছিলেন স্যর ববি ৷ 1958 সালে 6 ফেব্রুয়ারি মিউনিখে ঘটেছিল এই দুর্ঘটনাটি ৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পুরো দলের সঙ্গে বিমানেই ছিলেন তিনি ৷ তৃতীয়বার বিমানটি আকাশে ওড়ার চেষ্টা করার সময় ঘটে এই ঘটনা ৷ দলের আটজন খেলোয়াড় মারা যায় ৷ তবে বেঁচে যান ববি ৷

Last Updated : Oct 21, 2023, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details