ভাস্কো, 14 ফেব্রুয়ারি :হার যেন অভ্যেসে পরিণত হয়েছে ইস্টবেঙ্গলের ৷ প্রেম দিবসেও লাল-হলুদ জনতার মুখ চুন করে ম্যাচ হারল মারিও রিভেরার ছেলেরা ৷ এনেস সিপোভিচের করা একমাত্র গোলে লাল-হলুদকে হারিয়ে তিনে উঠে এল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters beat SC East Bengal) ৷ গোল করে আল্লু অর্জুনের পুষ্পা ছবির ডান্স স্টেপ নকল করে তাক লাগালেন বসনিয়ার ডিফেন্ডার ৷
সে যাইহোক, প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে কোচ লড়াকু মানসিকতার বুলি নিয়ম করে আওড়ালেও এসসি ইস্টবেঙ্গলের খেলায় তার বাস্তবায়ন কোথায়? এখন ইস্টবেঙ্গল ম্যাচে বল গড়ানোর আগে ম্যাচ রিপোর্ট লিখে রাখলে বোধহয় শেষে তা বদলের প্রয়োজন পড়ে না। চার মাসের টুর্নামেন্টে তিনটি কোচের অধীনে খেলছেন ফুটবলাররা। ভিন্ন ফুটবল দর্শনের সঙ্গে মানিয়ে নিয়ে মাঠে তাদের পক্ষেও পারফরম্যান্স দেওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে একাদশে এদিন ছ'টি পরিবর্তন করেছিলেন লাল-হলুদের বর্তমান কোচ মারিও রিভেরা। ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করলেও তার হাতে থাকা অস্ত্ররা এতটাই শাণহীন যে, এক পয়েন্ট পাওয়া জয়ের সমান। ব্যতিক্রম আন্তোনিও পেরোসোভিচ একমাত্র উজ্বল। স্বদেশীদের মধ্যে হীরা মণ্ডল ছাড়া ধারাবাহিকতা নেই কারও পারফরম্যান্সে ।