কলকাতা, 4 জুলাই: তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন তিলোত্তমার ফুটপ্রেমীদের মন ৷ ঠিক যেমনভাবে কয়েকমাস আগে মরুদেশে আয়োজিত বিশ্বকাপে জিতে নিয়েছিলেন গোল্ডেন গ্লাভ অ্যাওয়ার্ড ৷ আর সেই অ্যাওয়ার্ডই 36 বছর পর আলবিসেলেস্তে'কে ফের পথ দেখায় বিশ্বকাপ জয়ের ৷ আর্জেন্তিনার তৃতীয় বিশ্বজয়ের নায়ক হিসেবে মেসির পর সবচেয়ে বেশি আলোচিত হয় যাঁর নাম, সেই এমিলিয়ানো মার্তিনেজ সোমবার বিকেল থেকে কলকাতায় ৷ মঙ্গলবার তাঁর সফরের প্রথমদিন ছিল সূচিতে ঠাসা ৷ সকালে মিলন মেলা প্রাঙ্গণের পর বিকেলে মোহনবাগান ক্লাব তাঁবুতে এসেছিলেন আর্জেন্তাইন সমর্থকদের আদরের 'ডিবু' ৷ আর সেখানে এসেই জানালেন দস্তানা হাতে তেকাঠির নীচে তাঁর আত্মবিশ্বাসের নেপথ্য কারণ ৷
মার্তিনেজ এসেছেন আর তাঁর কাছে বিশ্বজয়ের গল্প শুনবে না ফুটবল মক্কা, তা আবার হয় নাকি ৷ পুলিশ কাপের সঙ্গে দিয়েগো মারাদোনা-পেলে এবং গ্যারফিল্ড সোবার্সের নামাঙ্কিত মোহনবাগান গেটের উদ্বোধন করলেন বিশ্বজয়ী আর্জেন্তাইন ৷ আর সেই অনুষ্ঠানে এসেই ডিবু শোনালেন কাতারে বিশ্বজয়ের নানা গল্প ৷ বিশ্বজয়ী আর্জেন্তিনা দল নিয়ে মার্তিনেজ জানিয়েছেন, তাদের দল 'গ্রুপ অব টাইগারস'। সঞ্চালককে ডিবু জানান, কোপা আমেরিকার সময় প্র্যাকটিসে নিয়মিত মেসির পেনাল্টি আটকাতেন তিনি। আর সেই প্র্যাকটিসেই তৈরি হয়েছিল আত্মবিশ্বাস। ডিবু বলছেন, "মেসির পেনাল্টি আটকানো থেকেই আমার আত্মবিশ্বাস তৈরি হয়েছিল। বিশ্বের যে কোনও ফুটবলারের পেনাল্টি আটকাতে আমি পারব এই বিশ্বাস জন্মে গিয়েছিল।"