পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

EB New Investor : ইমামির সঙ্গে গাঁটছড়া বেঁধে আগামী মরশুমে আইএসএলে ইস্টবেঙ্গল - Emami Group becomes the new investor of East Bengal

জল্পনার অবসান ৷ ইস্টবেঙ্গলের নতুন ইনভেস্টর ইমামি গ্রুপ ৷ ঘোষণা এল নবান্ন থেকেই ৷ বুধবার সন্ধেয় নবান্নের সভাঘর থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Emami Group becomes the new investor of East Bengal) ৷

EB New Investor
ইমামির সঙ্গে গাঁটছড়া বেঁধে আগামী মরশুমে আইএসএলে ইস্টবেঙ্গল

By

Published : May 25, 2022, 6:07 PM IST

Updated : May 25, 2022, 7:40 PM IST

কলকাতা, 25 মে : জল্পনার অবসান ৷ ইস্টবেঙ্গলের নতুন ইনভেস্টর ইমামি গ্রুপ ৷ ঘোষণা এল নবান্ন থেকেই ৷ বুধবার সন্ধেয় নবান্নের সভাঘর থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Emami Group becomes the new investor of East Bengal) ৷ শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর লাল-হলুদের নয়া ইনভেস্টর হিসেবে কানাঘুষো শোনা যাচ্ছিল অনেক নাম, যার মধ্যে ছিল ফাস্ট মুভিং কনজিউমার গুডস প্রস্তুতকারক ইমামির নামও ৷

সম্প্রতি আবার গ্লেজার পরিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব কিনতে আগ্রহ প্রকাশ করেছে বলে রব ওঠে ময়দানে ৷ গতকাল সেই সম্ভাবনা উসকেও দিয়েছিলেন মহারাজ ৷ তবে বিসিসিআই প্রেসিডেন্ট এও জানিয়েছিলেন যে, 10-12 দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে ৷ এখনও কিছু নিশ্চিত নয় ৷ অথচ চব্বিশ ঘণ্টা কাটতে না-কাটতেই ঘোষণা হল লাল-হলুদের নয়া লগ্নিকারী ৷ মুখ্যমন্ত্রীর মধ্যস্থতা এযাত্রাতেও যে ইস্টবেঙ্গলের সহায় হয়েছে, সেটা পরিষ্কার ৷

আরও পড়ুন : ফ্র্যাঞ্চাইজি ফি ছাড়াই আইএসএল খেলুক আই লিগ জয়ী, কুশল দাসকে চিঠি দিল ক্লাবগুলি

মাল্টিন্যাশনাল এই সংস্থার সদর দফতর কলকাতাতেই ৷ স্বভাবতই কলকাতা অন্যতম প্রধান ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত ইমামি গ্রুপও ৷ এদিন নবান্নে ক্লাব কর্তাদের সঙ্গে পাকা কথা বলতে হাজির হন সংস্থার প্রতিনিধিরা ৷ পাকা কথার পরেই আসে ঘোষণা ৷ নয়া লগ্নিকারী সংস্থাকে ক্লাবে স্বাগত জানান শীর্ষকর্তা দেবব্রত সরকার ৷ তিনি বলেন, "করোনা আবহে থেকে শুরু করে গত দু-তিন বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইস্টবেঙ্গল ক্লাবের পাশে দাঁড়িয়েছেন, পরিকাঠামো থেকে শুরু করে সর্বস্তরে যেভাবে তিনি সাহায্য করেছেন তাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না।"

ইমামি গ্রুপের তরফে আদিত্য আগরওয়াল বলেন, "ইস্টবেঙ্গল এবং ইমামি গ্রুপ মিলিতভাবে আগামিদিনে সাফল্যের সোপান তৈরি করতে পারবে বলে আমার বিশ্বাস ৷ কলকাতার ফুটবলপ্রেমী জনতাকে ভাল কিছু উপহার দিতে পারবে। প্রসঙ্গত, ঘোষণার শেষ লগ্নে এসে মুখ্যমন্ত্রী এদিন হঠাৎ আবিষ্কার করেন ইস্টবেঙ্গলের নামের আদ্যাক্ষর 'ই', ইমামিরও তাই ৷ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী আশা, দুই 'ই'-এর মেলবন্ধন ফুটবল মাঠে ইস্টবেঙ্গলকে চরম সাফল্য এনে দিতে সাহায্য করবে।

Last Updated : May 25, 2022, 7:40 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details