পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Kanyashree Cup: কন্যাশ্রী কাপের দল ঘোষণা ইমামি ইস্টবেঙ্গলের

কন্যাশ্রী কাপের দল ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal Womens Team Announced for Kanyashree Cup) ৷ একাধিক প্রস্তুতি ও প্রীতি ম্যাচ খেলার পর 29 সদস্যের দল বাছাই করা হয়েছে ৷ যে দল নিয়ে আশাবাদী কোচ সুজাতা কর ৷

Emami East Bengal Womens Team ETV BHARAT
ইমামি ইস্টবেঙ্গলের মহিলা দল

By

Published : Dec 20, 2022, 10:41 AM IST

কলকাতা, 20 ডিসেম্বর: পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে ইমামি ইস্টবেঙ্গলের মেয়েরা ৷ কোনও প্রতিবাদ কর্মসূচি নয় ৷ ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল কন্যাশ্রী কাপে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে মাঠে নামবে ৷ তার আগে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কন্যাশ্রী কাপের দল ঘোষণা করল লাল-হলুদ ব্রিগেড (Emami East Bengal Women's Team Announced for Kanyashree Cup) ৷ চলতি বছরে শক্তিশালী দল গড়েছে ইস্টবেঙ্গল ৷ সেই কারণেই এই কন্যাশ্রী কাপ এবং আসন্ন মরশুমের জন্য 29 সদস্যের মহিলা দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণ রাখা হয়েছে ৷ নেতৃত্বের ব্যাটন স্ট্রাইকার মিনা খাতুনের হাতে ৷ এই দলে তাঁর সহকারি নির্ভরযোগ্য ডিফেন্ডার সঙ্গীতা দাস ৷

এর আগে মহিলা দল নামিয়ে কালিয়াগঞ্জ এমএলএ কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল ৷ সেখানে তারা এমএলএ কালিয়াগঞ্জ দলকে 1-0 ব্যবধানে হারিয়েছিল ৷ গতবছর কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন হয়েছিল সাদার্ন সমিতি ৷ যদিও চ্যাম্পিয়ন দলকে কয়েকদিন আগে ঘরের মাঠে একটি প্র্যাকটিস ম্যাচে 4-0 ব্যবধানে হারিয়ে দেয় ইমামি ইস্টবেঙ্গল মহিলা দল ৷ এর পাশাপাশি গত সপ্তাহে শ্যামনগরের দল আদিবাসী ইউনাইটেড ফুটবল অ্যাকাডেমিকে একটি প্রীতি ম্যাচে 11-0 গোলে হারায় তারা ৷

কন্যাশ্রী কাপের প্রস্তুতিতে ইমামি ইস্টবেঙ্গল মহিলা দল

কন্যাশ্রী কাপ শুরু হওয়ার আগে কোচ সুজাতা কর জানিয়েছেন, ‘‘কালিয়াগঞ্জ এমএলএ কাপ এবং কন্যাশ্রী কাপের মধ্যে কোনরকম তুলনা হয় না ৷ এর প্রধান কারণ আগের টুর্নামেন্টটি ছিল একটি জেলাভিত্তিক প্রতিযোগিতা ৷ আমরা সেই দল থেকে দু-তিনজনকে এই দলে নিয়েছি এবং বাকিদের ট্রায়ালের মাধ্যমে নেওয়া হয়েছে ৷’’

ইমামি ইস্টবেঙ্গল মহিলা দলের অনুশীলন

আরও পড়ুন:পূর্ণ হল ষোলোকলা, মেসি-ম্যানিয়ায় মুগ্ধ সৌরভ থেকে দীপিকা

পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘মেয়েরা অনেকদিন ধরে একসঙ্গে অনুশীলন করছেন এবং শেষ তিন মাসে ওদের মধ্যে একটা দারুণ বোঝাপড়া তৈরি হয়েছে ৷ আমাদের দলে কোথায় শক্তি রয়েছে এবং কোথায় দুর্বলতা রয়েছে, সেটা আমরা শেষ প্রীতি ম্যাচে দেখে নিয়েছি ৷ তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি ৷ আমি আশাবাদী যে মেয়েরা নিজেদের ভুলগুলো শুধরে এই ঐতিহ্যবাহী কন্যাশ্রী কাপে ভালো খেলবে ৷’’ ইস্টবেঙ্গল, পশ্চিমবঙ্গ পুলিশ, সাদার্ন সমিতির মত শক্তিশালী দলের পাশাপাশি এবারের কন্যাশ্রী কাপে অংশ নিচ্ছে দূর্বার স্পোর্টস অ্যাকাডেমি।

ABOUT THE AUTHOR

...view details