কলকাতা, 12 অগস্ট:ঘরোয়া ফুটবলারদের সইপর্ব চলতে থাকলেও বিদেশি ফুটবলার চূড়ান্ত হওয়া নিয়ে ইস্টবেঙ্গল জনতার উৎকণ্ঠার অন্ত ছিল না এতদিন ৷ শুক্রের সন্ধেয় একইসঙ্গে পাঁচ বিদেশির নাম ঘোষণা করে চমকে দিল লাল-হলুদ (Emami East Bengal announces name of five foreign footballer) ৷ যার মধ্যে তিনজন ব্রাজিলিয়ান ৷ আসন্ন মরশুমে ইস্টবেঙ্গল স্কোয়াডের অংশ হচ্ছে সাইপ্রাসের চারালাম্বোস কিরিয়াকু, স্প্যানিশ ইভান গঞ্জালেস, অ্যালেক্স লিমা, ক্লেইটন সিলভা এবং এলিয়ান্দ্রো ৷
সরকারিভাবে 17জন ভারতীয় ফুটবলার ঘোষণার পরে দলের বিদেশি ফুটবলার নেওয়ার কাজও সম্পূর্ণ করে ফেলল শতাব্দীপ্রাচীন ক্লাব। এর মধ্যে চারালাম্বোস কিরিয়াকু সাইপ্রাসের ডিফেন্ডার ৷ স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার ইভান গঞ্জালেস ইমামির সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার আগে থেকেই কার্যত চুক্তিবদ্ধ ছিলেন ৷ তালিকায় তৃতীয় নামটি ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স লিমা ৷ যিনি এর আগে জামশেদপুর এফসি'র জার্সিতে 2020-22 সাফল্যের সঙ্গেই খেলেছেন ৷ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লেইটন সিলভাও আইএসএলে'র অভিজ্ঞতাসম্পন্ন ৷ গত দু'মরশুমে বেঙ্গালুরু এফসি জার্সিতে যাঁর 37 ম্যাচে 16 গোল রয়েছে ৷