কলকাতা, 2 অগস্ট : চুক্তি সই হয়ে গেল ইমামি (Emami) ও ইস্টবেঙ্গলের (East Bengal) । মঙ্গলবার শহরের এক হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি সইয়ের পাশাপাশি লোগো প্রকাশ করা হল । ইস্টবেঙ্গলের শেয়ার 23 শতাংশ, 77 শতাংশ শেয়ার নিজেদের কাছে রাখছে ইমামি । বোর্ডে থাকছেন সাত জন ইমামির প্রতিনিধি আর ইস্টবেঙ্গল থেকে থাকছেন তিন প্রতিনিধি ।
এদিকে ডুরান্ড কাপের (Durand Cup) ডার্বি নিয়ে পরোয়া করছেন না ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার । তিনি বলেন, ''28 তারিখের ডার্বির পরোয়া করছি না আমরা । মাঠে দেখা যাবে ।'' কোচ স্টিফেন কনস্ট্যানটাইন এসে যাবেন কিছুদিনের মধ্যেই । ক্লাবের মাঠেই হবে অনুশীলন । কিছুদিনের মধ্যেই সই করা ফুটবলারদের তালিকা প্রকাশ করবে ইমামি ইস্টবেঙ্গল ।
ইমামি ইস্টবেঙ্গলের লোগো প্রকাশ এই অনুষ্ঠানে আদিত্য আগারওয়াল বলেন, "আজকের এই দিনের জন্য অনেকদিন অপেক্ষা করেছি । এক নতুন পথে যাত্রা শুরু করলাম আমরা । ইস্টবেঙ্গল ক্লাব বাঙালির আবেগ-ট্র্যাডিশন । ইমামিও শুধু একটা কোম্পানি নয় । আমাদের কিছু দায়িত্ব রয়েছে। কলকাতা শহরেই ইমামির জন্ম । এখানেই বড় হয়েছি । আমরা তাই শহরের আবেগটা বুঝি । সেই আবেগ আর ট্র্যাডিশনকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই ।''
ইমামি ইস্টবেঙ্গলের লোগো প্রকাশ তবে তাঁরা যে অনেকটা পিছিয়ে থেকে শুরু করেছেন, তা কার্যত স্বীকার করে নিলেও দল ভালো হবে বলেই আশাবাদী ইমামি কর্তা আদিত্য আগারওয়াল ৷ তিনি বলেন, ''আমরা কিছুটা পিছিয়ে থেকে শুরু করেছি । এটা ঠিক । শেষ এক-দেড় মাসে আমরা যেভাবে কাজ করেছি, তাতে পিছিয়ে আমরা হারানো জমি উদ্ধার করব । আমাদের সেই বিশ্বাস রয়েছে । আপনাদের বিশ্বাস থাকতে হবে । ধৈর্য রাখতে হবে । সমস্ত ফ্যানদের কাছে আমাদের এটাই অনুরোধ । ইস্টবেঙ্গলের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হল । আমাদের কমিটমেন্ট অনেক বেশি । ইমামিকে ইস্টবেঙ্গলের দরকার শুধু নয় । ইস্টবেঙ্গলেরও ইমামিকে দরকার ।''
চুক্তি সম্পাদন করে সমর্থকদের আশ্বাস আদিত্য আগরওয়ালের গোয়েঙ্কা যদিও বলেন, "এটা দারুণ সম্মানের । 103 বছরের ক্লাব । আমরাও কলকাতাতেই নিজেদের কাজ করেছি । দুই বড় সংস্থা এক হচ্ছে । আশা করব, আমরা এক সঙ্গে ভালো কাজ করব । আমরা দুই বন্ধু যেভাবে এক সঙ্গে কাজ করেছি, সেভাবেই ইমামি ইস্টবেঙ্গল কাজ করবে । আমাদের কোচ খুব ভালো । দেখা যাক । আমরা আমাদের সেরাটা দেব । দেখা যাক । ফলাফল আমাদের হাতে থাকে না । খারাপ খেললেও পাশে থাকবেন ভালো খেললেও আপনাদের পাশে পাব । এই বছর ভালো না হলেও পরের বার অবশ্যই ভালো করব ।''
আরও পড়ুন :EB-Emami Agreement: উন্মোচিত নয়া লোগো, ইমামির সঙ্গে বহু প্রতীক্ষিত চুক্তি স্বাক্ষর লাল-হলুদের