কলকাতা, 7 জুন : নবান্ন থেকে বিনিয়োগকারী ঘোষণা, এরপর ক্লাব-কর্তাদের সঙ্গে বিনিয়োগকারী সংস্থা ইমামি (Emami) কর্তাদের বৈঠকের পরে, প্রথমবার লাল-হলুদে কার্যকরী কমিটির বৈঠক ৷ লগ্নিকারী সংস্থাকে কোন মর্মে স্বত্ব দেওয়া হবে, মঙ্গলবার বিকেলের বৈঠকে কার্যকরী কমিটির আলোচনার বিষয়বস্তু মূলত এটাই (EB working committee officials to meet today ) ৷ এর আগে বিনিয়োগকারী সংস্থার চার প্রতিনিধিকে নিয়ে বৈঠক করেন ক্লাব-কর্তারা ৷ ভবিষ্যতের পরিকল্পনা ঠিক করার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন দু'পক্ষের প্রতিনিধিরা ৷
তবে কোন পক্ষের কাছে কত শতাংশ শেয়ার থাকবে ? তা এখনও স্পষ্ট হয়নি ৷ যদিও একটা বিষয় পরিষ্কার যে এবার শুধুমাত্র ফুটবল স্বত্বই লগ্নিকারীর হাতে তুলে দেবে ক্লাব ৷ বাকি সমস্ত খেলাধুলোর বিষয় ক্লাব নিজেই দেখবে ৷ আগামী দেড়-দু'সপ্তাহের মধ্যে শেয়ারের শতাংশটাও পরিষ্কার হয়ে যাবে বলে ক্লাব সূত্রে খবর ৷ ফলত মঙ্গলবার ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকের গুরুত্ব যথেষ্ট ৷ কারণ গত কয়েক বছরে ক্লাব এবং দুই বিনিয়োগকারীর সঙ্গে গাঁটছড়া মোটেই সুখকর হয়নি ৷
বিনিয়োগকারী সংস্থার সঙ্গে স্বত্ব নিয়ে আলোচনা জারি রাখার পাশাপাশি দল গঠনেও গুরুত্ব দিচ্ছে ইস্টবেঙ্গল ৷ দলবদলে যাতে তারা পিছিয়ে না পড়ে, সেদিকে নজর রাখছেন লাল-হলুদ কর্তারা ৷ দল গঠনের বিষয়ে যেহেতু ক্লাব কর্তারা অভিজ্ঞ, তাই তাঁদের হাতেই ফুটবল টিম গড়ার দায়িত্ব থাকতে পারে ৷ শ্রী সিমেন্টের সঙ্গে বিবাদের অন্যতম কারণ ছিল, তারা গোটা ক্লাবের মালিকানা চেয়েছিলেন ৷ ক্লাব কর্তারা তাতে রাজি হননি ৷ প্রথমিক ভাবে আইএসএল খেলার তাগিদে দ্রুত প্রাথমিক চুক্তিপত্রে সই করে দিলেও, মূল চুক্তিতে সই করেননি ক্লাব কর্তারা ৷ সেই কারণেই আর বিনিয়োগ করতে চায়নি শ্রী সিমেন্ট ৷