পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Calcutta Football League: শেষ মিনিটের গোলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বাঁচল হার, অপরাজিত লিগ চ্যাম্পিয়ন মহমেডান - EB vs MSC mini derby in CFL ends to a draw

লিগ খেতাব নিশ্চিত হয়ে গেলেও মিনি ডার্বিতে জয় ছিনিয়ে আনন্দে মাততে চেয়েছিল আন্দ্রে চের্নিশভের ছেলেরা। কিন্তু তাদের সেই আশা পূরণ হল না। শেষ মিনিটের গোলে মর্যাদার লড়াইয়ে হার বাঁচালো মহমেডান স্পোর্টিং > অপরাজিত থেকেই লিগ জিতল 'ব্ল্যাক প্যান্থার্স' (Unbeaten MSC win Calcutta Football League)।

Calcutta Football League
অপরাজিত লিগ চ্যাম্পিয়ন মহমেডান

By

Published : Nov 1, 2022, 7:53 PM IST

কলকাতা, 1 নভেম্বর: শেষ মিনিটের গোলে মর্যাদার লড়াইয়ে হার বাঁচালো মহমেডান স্পোর্টিং। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করে অপরাজিত থেকেই লিগ জিতল 'ব্ল্যাক প্যান্থার্স' (Unbeaten MSC win Calcutta Football League)। 1-1 গোলে অমিমাংসিত ভাবে শেষ হল ম্যাচ (EB vs MSC mini derby in CFL ends to a draw)। ইস্টবেঙ্গলের হয়ে এদিন গোল বিবেক সিং'য়ের। মহামেডানের হয়ে সমতাসূচক গোলটি করেন ফজলু রহমান। লিগ খেতাব নিশ্চিত হয়ে গেলেও মিনি ডার্বিতে জয় ছিনিয়ে আনন্দে মাততে চেয়েছিল আন্দ্রে চের্নিশভের ছেলেরা। কিন্তু তাদের সেই আশা পূরণ হল না। দলের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস ম্যাচের পর জানান, ট্রফি নিশ্চিত হলেও ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হলে আনন্দ ধাক্কা খেত। সেদিক থেকে শেষ পর্যন্ত ড্র করতে পারায় খুশি তারা।

ম্যাচের 34 মিনিটে এদিন কিশোর ভারতীতে বিবেক সিং'য়ের গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল (Vivek Singh scored for EB)। আইএসএলের তিনজন ফুটবলারকে রাখা হয়েছিল। লিগের অন্যান্য ম্যাচে মহমেডান প্রতিপক্ষের ওপর স্টিম রোলার চালালেও এদিন মিনি ডার্বিতে সেভাবে দাপট দেখাতে পারেনি। মার্কাস জোসেফকে জোনাল মার্কিংয়ে রেখে সাদা-কালো আক্রমণকে ভোঁতা করে দেয় লাল-হলুদ ৷ তবুও বেশ কয়েকটি আক্রমণ লাল-হলুদ রক্ষণে শানিয়েছিল আগেই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাওয়া দলটি। কিন্তু ইস্টবেঙ্গল রক্ষণ তারা ভাঙতে পারেননি। প্রতি-আক্রমণে গিয়ে গোল তুলে নেয় ইস্টবেঙ্গল। মহামেডান রক্ষণের ভুল কাজে লাগিয়ে গোল করেন বিবেক সিং।

ট্রফি হাতে সেলিব্রেশন সাদা-কালো ফুটবলারদের

আরও পড়ুন:প্রথম জয়ের খোঁজে লাল-হলুদ, অপরাজিত চ্যাম্পিয়ন হতে চায় মহমেডান

বিরতির পর দু'দলই ম্যাচের রাশ তুলে নিতে চেয়েছিল। এই সময় প্রতি-আক্রমন নির্ভর ফুটবল খেলতে গিয়ে ইস্টবেঙ্গল পুরো দলই কার্যত নিজেদের অর্ধে ঢুকে পড়েছিল। প্রতিপক্ষের এই আত্মসমর্পণে সুবিধা হয় মহমেডানের। শেষপর্যন্ত অতিরিক্ত সময়ে দলকে সমতায় ফেরান ফজলু রহমান (MSC eqalise in additional time)। এরপরেও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মহমেডান। কিন্তু বল পোস্টে লেগে ফিরলে ডার্বিজয় অধরাই রয়ে যায় ৷ যদিও অপরাজিত থেকে টানা দ্বিতীয়বার লিগ জয়ে কোনও সমস্যা হয়নি মহমেডানের। অন্যদিকে জয়হীন থেকেই লিগ অভিযান শেষ করল ইস্টবেঙ্গল।

ABOUT THE AUTHOR

...view details