কলকাতা, 27 মে :মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নয়া লগ্নিকারীর নাম ঘোষণার পরে ইস্টবেঙ্গল জুড়ে এখন নীরবতা ৷ মুখ বুজে কর্তারা এখন ব্যস্ত পরবর্তী পদক্ষেপ ঠিক করতে। শীর্ষকর্তা দেবব্রত সরকারের কথায়, "সংবাদমাধ্যমকে জানানোর মত পরিস্থিতি এখনও হয়নি।" কার্যকরী কমিটির বৈঠকে পুরো বিষয়টি পেশ করা হবে কি না, সেব্যাপারেও সরাসরি মুখ খোলেননি তিনি। বিষয়টি ক্লাবের আভ্যন্তরীন বলে জানিয়েছেন তিনি ৷ আপাতত দু'পক্ষের আইনজীবীরা ব্যস্ত মউ চুক্তির কাগজ তৈরির কাজে ৷ যদিও সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে শক্তিশালী দলগঠনের দৃঢ়প্রতিজ্ঞ ইমামি গ্রুপ (Emami Group determined to build up a strong team for upcoming season) ৷
লগ্নিকারী সংস্থার কর্ণধার আদিত্য আগরওয়াল জানাচ্ছেন, সবে তারা ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন। সময়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে সব কিছু ঠিক হবে ৷ শনিবার আলোচনা হওয়ার কথা দু'পক্ষের ৷ গত দু'বারের খারাপ অভিজ্ঞতা থেকে ইস্টবেঙ্গল কর্তারা মেপে পা-ফেলতে চান। নয়া লগ্নিকারীকে লাল-হলুদ কর্তারা এবার কেবলমাত্র ফুটবলের স্বত্ত্ব দিতে চান। সেক্ষেত্রে মোহনবাগানের সঙ্গে গোয়েঙ্কা গ্রুপের গাঁটছড়ার মডেলই পছন্দ ইস্টবেঙ্গলের ৷ শনিবারের আলোচনায় বিষয়টি সামনে আসবে বলে মনে করা হচ্ছে ৷