পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

EB Tied with Emami Group : সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে শক্তিশালী দলগঠনের প্রতিশ্রুতি ইমামি কর্ণধারের গলায় - EB new investor Emami Group determined to build up a strong team for upcoming season

আপাতত দু'পক্ষের আইনজীবীরা ব্যস্ত মউ চুক্তির কাগজ তৈরির কাজে ৷ এরইমধ্যে সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে শক্তিশালী দলগঠনের দৃঢ়প্রতিজ্ঞ ইমামি গ্রুপ (Emami Group determined to build up a strong team for upcoming season) ৷

EB Tied with Emami Group
সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে শক্তিশালী দলগঠনের প্রতিশ্রুতি ইমামি কর্ণধারের গলায়

By

Published : May 27, 2022, 11:00 PM IST

কলকাতা, 27 মে :মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নয়া লগ্নিকারীর নাম ঘোষণার পরে ইস্টবেঙ্গল জুড়ে এখন নীরবতা ৷ মুখ বুজে কর্তারা এখন ব্যস্ত পরবর্তী পদক্ষেপ ঠিক করতে। শীর্ষকর্তা দেবব্রত সরকারের কথায়, "সংবাদমাধ্যমকে জানানোর মত পরিস্থিতি এখনও হয়নি।" কার্যকরী কমিটির বৈঠকে পুরো বিষয়টি পেশ করা হবে কি না, সেব্যাপারেও সরাসরি মুখ খোলেননি তিনি। বিষয়টি ক্লাবের আভ্যন্তরীন বলে জানিয়েছেন তিনি ৷ আপাতত দু'পক্ষের আইনজীবীরা ব্যস্ত মউ চুক্তির কাগজ তৈরির কাজে ৷ যদিও সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে শক্তিশালী দলগঠনের দৃঢ়প্রতিজ্ঞ ইমামি গ্রুপ (Emami Group determined to build up a strong team for upcoming season) ৷

লগ্নিকারী সংস্থার কর্ণধার আদিত্য আগরওয়াল জানাচ্ছেন, সবে তারা ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন। সময়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে সব কিছু ঠিক হবে ৷ শনিবার আলোচনা হওয়ার কথা দু'পক্ষের ৷ গত দু'বারের খারাপ অভিজ্ঞতা থেকে ইস্টবেঙ্গল কর্তারা মেপে পা-ফেলতে চান। নয়া লগ্নিকারীকে লাল-হলুদ কর্তারা এবার কেবলমাত্র ফুটবলের স্বত্ত্ব দিতে চান। সেক্ষেত্রে মোহনবাগানের সঙ্গে গোয়েঙ্কা গ্রুপের গাঁটছড়ার মডেলই পছন্দ ইস্টবেঙ্গলের ৷ শনিবারের আলোচনায় বিষয়টি সামনে আসবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : ইস্টবেঙ্গলের অফার, প্রবীরের পর কৃষ্ণাও কি সবুজ-মেরুন জার্সি তুলে রাখার পথে ?

আদিত্য আগরওয়াল বলছেন, "দেখুন শনিবার একটা বৈঠক হওয়ার কথা আছে, যদিও চূড়ান্ত নয় ৷ আইএসএলের ব্যাপারেও ছবিটা স্পষ্ট নয়। দলগঠনের ক্ষেত্রে আমরা অনেকটা দেরি করে ফেলেছি ৷ বেশিরভাগ ফুটবলারই বিভিন্ন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ ৷ তবুও সমর্থকদের বলতে পারি আমরা শক্তিশালী দলই গড়ব ৷" নবান্ন থেকে নয়া লগ্নিকারী ঘোষণার পরেও লাল-হলুদ কর্তারা কিছুটা দ্বিধায়। চুক্তি সম্পন্ন হওয়ার পরে দলগঠনের কাজ আরও জোরালভাবে ঝাঁপাতে চান কর্তারা। তবে এটা ঠিক নতুন মরশুমের কথা ভেবে যে সমস্ত ফুটবলারের সঙ্গে আগেই চুক্তির কথা শুরু করেছেন, তাঁদের সঙ্গে লাল-হলুদ কর্তারা এবার অন্তত ইনভেস্টরের পরিষ্কার ছবিটা তুলে ধরতে পারবেন। সবমিলিয়ে ইস্টবেঙ্গলের লগ্নি জটিলতা দূর হলেও অস্বস্তি পুরোপুরি কাটেনি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details