কলকাতা, 14 অগস্ট: ইন্দো-টিবেটিয়ান বর্ডার ফোর্সে চাকরি পেয়েছেন ইস্টবেঙ্গল ফুটবলার শুভেন্দু মাণ্ডি। সেই কারণেই লাল-হলুদ জার্সি ছেড়ে সীমান্ত পাহারায় চলে যেতে পারে। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের দিন আনা-দিন খাওয়া পরিবারের ছেলে শুভেন্দু। ফুটবলকে সঙ্গী করে জীবনের রাজপথে দৌড়তে চেয়েছিলেন। কিন্তু পরিবারের অনটন শুভেন্দুকে থামিয়ে দিতে চলেছে। পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন সরিয়ে অফিসের আন্তঃবিভাগীয় ফুটবলে হয়তো নামবেন। 20 অগস্ট কাজে যোগ দিতে হবে তাঁকে। তাই ইমামি ইস্টবেঙ্গলের কাছ থেকে রিলিজ চেয়েছেন লাল-হলুদের যুব দলের অধিনায়ক ৷
2019 সালে চুঁচুড়ার নেতাজি স্পোর্টিং ক্লাবে যোগ দিয়েছিলেন। আর এ বছর লাল-হলুদের যুব দলের হয়ে রক্ষণের স্তম্ভ হয়ে উঠছিলেন। হয়তো আগামীতে কুয়াদ্রাতের সিনিয়র দলে ডাক পেতেন। কিন্তু আগামীতে কী হতে চলেছে তা কে বলতে পারে। তাই পরিবারের আর্থিক অনটনের বিষয়টি চিন্তা করে শুভেন্দু ইস্টবেঙ্গল এবং পেশাদারি ফুটবল ছাড়বেন কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি। অন্যদিকে, ইমামি কর্তারা শুভেন্দুকে ছাড়তে নারাজ ৷ জুনিয়র দলের ক্যাপ্টেনকে চাকরির প্রস্তাব দিয়ে যে কোনও মূল্যে রাখতে রাজি তাঁরা ৷