কলকাতা, 6 অগস্ট: শেষ মুহূর্তের ছোট ভুলে নিশ্চিত জয় হাতছাড়া করার রোগ নয়া মরশুমেও বর্তমান ইস্টবেঙ্গলে। 2-0 অবস্থা থেকে 2-2 গোলে জয় হাতছাড়া হওয়ার ধাক্কা ডার্বির আগে কার্লস কুয়াদ্রাত কীভাবে সামলান সেটাই দেখার। অথচ এমনটা যে হতে পারে, তা বোধহয় রবিবাসরীয় সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে আশা করতে পারেননি কোচ ৷
প্রথমবার ডাগআউটে কার্লস কুয়াদ্রাত বসেছিলেন। তাঁর পরিকল্পনায় যে ডার্বির অংক রয়েছে তা দল সাজানো থেকে ফুটবলার পরিবর্তনে ধরা পড়েছে। কিন্তু অনেক সময় পরিবর্তন বিপদ ডেকে নিয়ে আসে। এদিন হলও ঠিক তাই ৷ প্রথম একাদশে সাউল ক্রেসপো এবং সিভেরিওকে তোরোকে দেখে নিতে চেয়েছিলেন। হরমনজোৎ সিং খাবরা, নিশুকুমার, মন্দার দেশাই, নন্দকুমারদের প্রথম একাদশে রেখে ডার্বি-সহ পুরো টুর্নামেন্টের জন্যই দলকে দেখে নিতে চেয়েছেন। পরিকল্পনায় ভুল ছিল না। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে পাঁচ গোলে পরাজিত বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের শুরুটা যথেষ্ট আশাপ্রদ।
আরও পড়ুন:ফের গোল পেলেন সবুজ-মেরুনের নয়া গোলমেশিন, ইউনাইটেড স্পোর্টসকে হারাল বাগান