পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

East Bengal: আমরা কতটা ভালো তা প্রমাণ করার সময় এসেছে: কনস্ট্যানটাইন

দু'বছর পর ফের স্বমহিমায় ফিরছে আইএসএল । অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ (East Bengal to start their ISL 2022 Campaign) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 6, 2022, 10:05 PM IST

কলকাতা, 6 অক্টোবর: দুর্গাপুজো শেষ হতেই ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) লড়াইয়ে নামতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal) । দ্বাদশীর দিন অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ (East Bengal to start their ISL 2022 Campaign) । দু'বছর পর ফের স্বমহিমায় ফিরছে আইএসএল । করোনার ভ্রুকুটি কাটিয়ে ফের হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে আইএসএল (ISL 2022) ।

ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়েই এবছরের আইএসএলে বল গড়াচ্ছে । ইমামি নতুন ইনভেস্টর হিসেবে চলে আসায় হাফ ছেড়েছেন লাল-হলুদ সমর্থকরা । তবে এই বছরেই বিরাট ভালো কিছু করে ফেলা যে সহজ নয়, তা মানছেন দলের হেডস্যর স্টিফেন কনস্ট্যানটাইন । অধিনায়ক শৌভিক চক্রবর্তীকে পাশে বসিয়ে জানান, দল কতটা ভালো এবার বোঝা যাবে । ছ'সপ্তাহ আগে দলগঠন হয়েছে । প্রতিদিন কঠোর পরিশ্রম করে নিজেদের তৈরি করছেন ।

অন্যদিকে, প্রতিপক্ষ কেরালা শক্তিশালী দল । গত আইএসএলে 4 নম্বরে শেষ করা 'মেন ইন ইয়েলো' তাদের পুরনো দলই ধরে রেখেছে । ঘরের মাঠে দর্শকভর্তি গ্যালারির সামনে নিঃসন্দেহে এগিয়ে থেকে মাঠে নামবে তারা । তবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে লাল-হলুদ ব্রিগেডের পারফর্ম্যান্স যথেষ্ট ভালো । গত 3 বছরে একবার মাত্র ইস্টবেঙ্গল পরাজিত হয়েছে । অধিনায়ক শৌভিক চক্রবর্তী জানান, কঠোর পরিশ্রম করে শক্তিশালী দল হিসেবে তারা তৈরি হয়েছে । দলে একাধিক ভালোমানের ভারতীয় ফুটবলার যেমন রয়েছেন, তেমনই বিদেশিরাও যথেষ্ট ভালো । এবার মাঠে নিজেদের মেলে ধরার সময় হয়েছে । তারা কতটা ভালো, তা মাঠের পারফর্ম্যান্সই বলতে পারে ।

আরও পড়ুন: বর্ধিত চুক্তিপত্রে সই করলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ

কেরালার বিরুদ্ধে প্রথম একাদশ নিয়ে কোনও ইঙ্গিত দেননি স্টিফেন কনস্ট্যান্টাইন । তবে রক্ষণ জমাট করে তিন পয়েন্টের খোঁজে ঝাঁপাবেন, তা বুঝিয়ে দিয়েছেন লাল-হলুদের ব্রিটিশ কোচ । এরই মধ্যে বৃহস্পতিবার দলের নতুন সহকারী কোচ চলে এলেন । বিনো জর্জকে রিজার্ভ দলের দায়িত্ব দিয়ে দেওয়ায় স্টিফেনের সহকারী কোচের পদ ফাঁকা ছিল । থোরহালুর সিগেরসনকে সহকারী কোচ করল ইস্টবেঙ্গল । আইসল্যান্ডে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে থোরহালুর । মাত্র 35 বছর বয়সেই উয়েফা এলিট এ ইউথ লাইসেন্স করে ফেলেছেন তিনি । আইসল্যান্ড ও নরওয়ের নানা ক্লাবে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details