পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

East Bengal-Emami Contract Row: 1 জুলাই ইমামির সঙ্গে ফুটবল স্বত্ব নিয়ে চুক্তি স্বাক্ষর ইস্টবেঙ্গলের - Emami

ফুটবল স্বত্ব নিয়ে আগামী 1 জুলাই শুক্রবার চূড়ান্ত চুক্তিপত্র সই করতে চলেছে ইস্টবেঙ্গল এবং লগ্নিকারী সংস্থা ইমামি (East Bengal to Sign Agreement with Emami on Club Football Rights in July 1) ৷ দুই শিবির থেকে এমনটাই জানানো হয়েছে ৷ সম্প্রতি ইমামির তরফে ইস্টবেঙ্গলকে পাঠানো চুক্তির খসড়ার জবাব দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ ৷ তার পরেই চুক্তি জট কেটেছে বলে জানা গিয়েছে ৷

east-bengal-signed-agreement-with-emami-on-club-football-rights-in-july-1
east-bengal-signed-agreement-with-emami-on-club-football-rights-in-july-1

By

Published : Jun 28, 2022, 10:45 AM IST

কলকাতা, 28 জুন: আইনজীবীদের সঙ্গে আলোচনা করে লগ্নিকারী সংস্থা ইমামির পাঠানো চুক্তির খসড়া জবাব আগেই দিয়েছিল ইস্টবেঙ্গল ৷ তার 24 ঘণ্টার মধ্যে দু’পক্ষের আলোচনার পথ কার্যত খুলে গেল ৷ আগামী শুক্রবার অর্থাৎ, 1 জুলাই ইস্টবেঙ্গল এবং লগ্নিকারী সংস্থা ইমামি গোষ্ঠীর মধ্যে চুক্তি স্বাক্ষর হতে চলেছে (East Bengal to Sign Agreement with Emami on Club Football Rights in July 1) ৷ সূত্রের খবর, 80 শতাংশ স্বত্ব নিজেদের কাছে রাখার প্রস্তাব দিয়েছে ইমামি গোষ্ঠী (East Bengal-Emami Contract Row) ৷

এ নিয়ে ইমামি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, “চুক্তি নিয়ে আলোচনা হয়েছে ৷ আমাদের দুই তরফে বৈঠক খুব শীঘ্রই হবে ৷’’ ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, বিষয়টি শুক্রবারের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে ৷ তবে, ইস্টবেঙ্গল ও ইমামি কোনও পক্ষই কত শতাংশ স্বত্ব নিয়ে চুক্তি হচ্ছে, তা নিয়ে মুখ খুলতে রাজি হয়নি ৷ শোনা যাচ্ছে, সাক্ষী হিসেবে ওই দিন এফএসডিএল-এর প্রতিনিধি তরুণ ঝুনঝুনওয়ালা উপস্থিত থাকতে পারেন ৷ সূত্রের খবর, আশি শতাংশ স্বত্বাধিকার এবং বোর্ড অব ডিরেক্টরে আটজন সদস্য রাখার প্রস্তাব দিয়েছে ইমামি ৷

কিন্তু, ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ 74 শতাংশ স্বত্ব লগ্নিকারীদের দিতে চায় ৷ তবে, পুরো প্রক্রিয়াটির বাস্তব রূপ কোন পথে ? তা এখনও জানা যায়নি ৷ তবে, এটা স্পষ্ট ইস্টবেঙ্গল কেবলমাত্র ক্লাবের ফুটবল স্বত্ব লগ্নিকারীর হাতে তুলে দিচ্ছে ৷ আর সেই মতো চুক্তি স্বাক্ষর পর্ব মিটলেই দ্রুত দলগঠনের প্রক্রিয়া শুরু হবে ৷ ইতিমধ্যে ইস্টবেঙ্গলের তরফে কয়েকজন ফুটবলারের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে রাখা হয়েছে ৷ তাঁদের আগাম চুক্তি করানো রয়েছে ৷ সেই মতো সই করানো হবে ৷

আরও পড়ুন:East Bengal : ইমামি গ্রুপের চুক্তিপত্রের জবাব দিল ইস্টবেঙ্গল

সময় কম বলে ইস্টবেঙ্গল ও ইমামি দ্রুত দল গঠন করতে চাইছে ৷ আগেই ইমামি গ্রুপের ডিরেক্টর আদিত্য আগরওয়াল বলেছিলেন, চুক্তি স্বাক্ষরের পরেই তাঁরা দলগঠন শুরু করবেন ৷ ক্লাব এবং লগ্নিকারী সংস্থার সদস্যদের নিয়ে কোম্পানি গঠন হবে এবং তাঁরাই দলগঠন করবেন ৷ তবে, এ দিন দু’তরফের বক্তব্যে এটা স্পষ্ট যে, চুক্তি জটিলতা সরিয়ে রেখে ইস্টবেঙ্গল দ্রুত দল গঠন করতে চাইছে ৷

ABOUT THE AUTHOR

...view details