কলকাতা, 28 জুন: আইনজীবীদের সঙ্গে আলোচনা করে লগ্নিকারী সংস্থা ইমামির পাঠানো চুক্তির খসড়া জবাব আগেই দিয়েছিল ইস্টবেঙ্গল ৷ তার 24 ঘণ্টার মধ্যে দু’পক্ষের আলোচনার পথ কার্যত খুলে গেল ৷ আগামী শুক্রবার অর্থাৎ, 1 জুলাই ইস্টবেঙ্গল এবং লগ্নিকারী সংস্থা ইমামি গোষ্ঠীর মধ্যে চুক্তি স্বাক্ষর হতে চলেছে (East Bengal to Sign Agreement with Emami on Club Football Rights in July 1) ৷ সূত্রের খবর, 80 শতাংশ স্বত্ব নিজেদের কাছে রাখার প্রস্তাব দিয়েছে ইমামি গোষ্ঠী (East Bengal-Emami Contract Row) ৷
এ নিয়ে ইমামি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, “চুক্তি নিয়ে আলোচনা হয়েছে ৷ আমাদের দুই তরফে বৈঠক খুব শীঘ্রই হবে ৷’’ ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, বিষয়টি শুক্রবারের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে ৷ তবে, ইস্টবেঙ্গল ও ইমামি কোনও পক্ষই কত শতাংশ স্বত্ব নিয়ে চুক্তি হচ্ছে, তা নিয়ে মুখ খুলতে রাজি হয়নি ৷ শোনা যাচ্ছে, সাক্ষী হিসেবে ওই দিন এফএসডিএল-এর প্রতিনিধি তরুণ ঝুনঝুনওয়ালা উপস্থিত থাকতে পারেন ৷ সূত্রের খবর, আশি শতাংশ স্বত্বাধিকার এবং বোর্ড অব ডিরেক্টরে আটজন সদস্য রাখার প্রস্তাব দিয়েছে ইমামি ৷