কলকাতা, 11 জানুয়ারি: ইয়ুথ লিগের ডার্বিতে বয়স ভাঁড়ানোর অভিযোগে দুষ্ট ইস্টবেঙ্গল এফসি । বেশি বয়সের ফুটবলার খেলানোর অভিযোগে বড় শাস্তির মুখে পড়তে চলেছে ইস্টবেঙ্গল । অনূর্ধ্ব-17 ডার্বির দু'টি ম্যাচই হয়ে গিয়েছে । প্রথমটিতে চার গোলে জিতেছিল ইস্টবেঙ্গল । দ্বিতীয়টি ড্র হয়েছিল । মোহনবাগান মাঠে আয়োজিত প্রথম ডার্বিতে বয়স ভাঁড়ানো হয়েছে বলে ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্ট। অভিযোগের স্বপক্ষে প্রমাণও দিয়েছিল তারা । সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে এবার ব্যবস্থা নিতে চলেছে এআইএফএফ ।
এই অপরাধে বড় শাস্তির মুখে ইস্টবেঙ্গল এবং দলের বেশ কয়েকজন ফুটবলার । প্রসঙ্গত, অভিযোগ ওঠার পরে ইস্টবেঙ্গল প্রথম ডার্বির পরে অভিযুক্ত ফুটবলারদের দলে রাখেনি । ইস্টবেঙ্গলের এক ফুটবলারের বিরুদ্ধে জাল আধার কার্ড ব্যবহারের অভিযোগ ছিল । পাশাপাশি আরও কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে বয়স লুকিয়ে খেলার অভিযোগও ছিল । 17 বছরের বেশি বয়স হওয়া সত্ত্বেও প্রথম ডার্বিতে খেলেছিল তারা । অভিযুক্ত সবাইকেই সাসপেন্ড করার পথে হাঁটছে এআইএফএফ । যদিও এই ব্যাপারে সরকারিভাবে কিছু জানানো হয়নি । আপাতত মৌখিকভাবে দুই ক্লাবকেই নাকি সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে ।
শুধুমাত্র ফুটবলাররাই নয়, শাস্তির মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল জুনিয়র দল । গোটা দল সাসপেন্ড অথবা আবার ডার্বি ম্যাচে অনিয়মের এই অভিযোগ ওঠায়, সেই ম্যাচের পয়েন্ট এবং বাড়তি কিছু পয়েন্টও কেটে নেওয়া হতে পারে । পুরোটাই এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে । সূত্রের খবর, কড়া শাস্তির মুখে পড়তে চলেছে ইস্টবেঙ্গল ।
বয়স নিয়ে জালিয়াতির বিষয়টি কড়া নজরে দেখে ফেডারেশন। এর আগে বিভিন্ন সময় ফুটবলারদের পেমেন্ট নিয়ে নানা ঝামেলায় জড়িয়েছে ময়দানের বড় ক্লাবগুলি । তবে এভাবে বয়স ভাঁড়ানো বা আধার জালিয়াতির মতো অভিযোগ খুব বেশি সামনে আসেনি । প্রথম ডার্বির পরে মোহনবাগান সুপার জায়ান্টের যুব দলের কোচ বাস্তব রায় পরোক্ষে অভিযোগের আঙুল তুলেছিলেন । এই অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলার ফুটবল আরও একবার বিরাট লজ্জার মুখে পড়ল তা বলাই যায় । শুধু যুব লিগ নয়, আইএফএ'র নার্সারি লিগেও একই অভিযোগ উঠেছে । কয়েকদিন আগে অভিযুক্ত ক্লাব এবং সংশ্লিষ্ট ফুটবলারদের জিজ্ঞাসাবাদের সামনে পড়তে হয়েছে । ফলে এই অভিযোগ নিয়ে ইস্টবেঙ্গল বড় সমস্যায় পড়তে চলেছে বলা যায়।
আরও পড়ুন:
- আজ ভিসা পেতে পারেন হাবাস, দলের বদলে যাওয়া মানসিকতায় খুশি ক্লিফোর্ড
- লজেন্স মাসিকে জার্সি উপহার ক্লেটনের, ডেকান ম্যাচে চোখ কুয়াদ্রাতের
- বুমোসকে নিয়ে বাগানে দোলাচল, আই লিগের স্ট্রাইকারে নজর ইস্টবেঙ্গলে