পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডার্বিতে বয়স ভাঁড়ানোর অভিযোগ, কড়া শাস্তির মুখে ইস্টবেঙ্গল - IFA

ডার্বিতে বয়স ভাঁড়ানো হয়েছে বলে ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়েছিল মোহনবাগান। সেই অভিযোগ কার্যত সত্যি বলে প্রমাণিত হয়েছে । তারপরেই এবার আইএফএ'র কড়া শাস্তির মুখে পড়তে চলেছে ইস্টবেঙ্গল ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 1:37 PM IST

কলকাতা, 11 জানুয়ারি: ইয়ুথ লিগের ডার্বিতে বয়স ভাঁড়ানোর অভিযোগে দুষ্ট ইস্টবেঙ্গল এফসি । বেশি বয়সের ফুটবলার খেলানোর অভিযোগে বড় শাস্তির মুখে পড়তে চলেছে ইস্টবেঙ্গল । অনূর্ধ্ব-17 ডার্বির দু'টি ম্যাচই হয়ে গিয়েছে । প্রথমটিতে চার গোলে জিতেছিল ইস্টবেঙ্গল । দ্বিতীয়টি ড্র হয়েছিল । মোহনবাগান মাঠে আয়োজিত প্রথম ডার্বিতে বয়স ভাঁড়ানো হয়েছে বলে ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্ট। অভিযোগের স্বপক্ষে প্রমাণও দিয়েছিল তারা । সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে এবার ব্যবস্থা নিতে চলেছে এআইএফএফ ।

এই অপরাধে বড় শাস্তির মুখে ইস্টবেঙ্গল এবং দলের বেশ কয়েকজন ফুটবলার । প্রসঙ্গত, অভিযোগ ওঠার পরে ইস্টবেঙ্গল প্রথম ডার্বির পরে অভিযুক্ত ফুটবলারদের দলে রাখেনি । ইস্টবেঙ্গলের এক ফুটবলারের বিরুদ্ধে জাল আধার কার্ড ব্যবহারের অভিযোগ ছিল । পাশাপাশি আরও কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে বয়স লুকিয়ে খেলার অভিযোগও ছিল । 17 বছরের বেশি বয়স হওয়া সত্ত্বেও প্রথম ডার্বিতে খেলেছিল তারা । অভিযুক্ত সবাইকেই সাসপেন্ড করার পথে হাঁটছে এআইএফএফ । যদিও এই ব্যাপারে সরকারিভাবে কিছু জানানো হয়নি । আপাতত মৌখিকভাবে দুই ক্লাবকেই নাকি সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে ।

শুধুমাত্র ফুটবলাররাই নয়, শাস্তির মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল জুনিয়র দল । গোটা দল সাসপেন্ড অথবা আবার ডার্বি ম্যাচে অনিয়মের এই অভিযোগ ওঠায়, সেই ম্যাচের পয়েন্ট এবং বাড়তি কিছু পয়েন্টও কেটে নেওয়া হতে পারে । পুরোটাই এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে । সূত্রের খবর, কড়া শাস্তির মুখে পড়তে চলেছে ইস্টবেঙ্গল ।

বয়স নিয়ে জালিয়াতির বিষয়টি কড়া নজরে দেখে ফেডারেশন। এর আগে বিভিন্ন সময় ফুটবলারদের পেমেন্ট নিয়ে নানা ঝামেলায় জড়িয়েছে ময়দানের বড় ক্লাবগুলি । তবে এভাবে বয়স ভাঁড়ানো বা আধার জালিয়াতির মতো অভিযোগ খুব বেশি সামনে আসেনি । প্রথম ডার্বির পরে মোহনবাগান সুপার জায়ান্টের যুব দলের কোচ বাস্তব রায় পরোক্ষে অভিযোগের আঙুল তুলেছিলেন । এই অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলার ফুটবল আরও একবার বিরাট লজ্জার মুখে পড়ল তা বলাই যায় । শুধু যুব লিগ নয়, আইএফএ'র নার্সারি লিগেও একই অভিযোগ উঠেছে । কয়েকদিন আগে অভিযুক্ত ক্লাব এবং সংশ্লিষ্ট ফুটবলারদের জিজ্ঞাসাবাদের সামনে পড়তে হয়েছে । ফলে এই অভিযোগ নিয়ে ইস্টবেঙ্গল বড় সমস্যায় পড়তে চলেছে বলা যায়।

আরও পড়ুন:

  1. আজ ভিসা পেতে পারেন হাবাস, দলের বদলে যাওয়া মানসিকতায় খুশি ক্লিফোর্ড
  2. লজেন্স মাসিকে জার্সি উপহার ক্লেটনের, ডেকান ম্যাচে চোখ কুয়াদ্রাতের
  3. বুমোসকে নিয়ে বাগানে দোলাচল, আই লিগের স্ট্রাইকারে নজর ইস্টবেঙ্গলে

ABOUT THE AUTHOR

...view details