কলকাতা, 3 জুন: বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের (Sarthak Golui in EB) কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিনিয়োগকারী সংস্থা ইমামি গ্রুপের কর্তারা । পরের মরশুমে আইএসএল-এর দল গঠনের জন্য হাতে সময় খুব বেশি নেই । তাই সেই বৈঠকেই ঠিক হয়েছে, ক্লাব কর্তারাই দল গড়বেন । দলগঠনের সবুজ সংকেত পেয়েই প্রি কনট্র্যাক্ট করা ফুটবলারদের চূড়ান্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে । সেই মতো বাঙালি ডিফেন্ডার সার্থক গোলুইকে সই করাল ইস্টবেঙ্গল (East Bengal signs Sarthak Golui)।
তবে তিনি ছাড়াও ইতিমধ্যেই বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে কথাবার্তা বলে রেখেছিলেন কর্তারা । চূড়ান্ত পর্যায়ে কথা চলছে গত মরসুমে আইএসএলে নজরকাড়া ফুটবল খেলা হীরা মণ্ডলের সঙ্গেও । বেশ কয়েকটি দলের প্রস্তাব রয়েছে বাঙালি সাইডব্যাকের প্রতি । বিনিয়োগকারী এসে যাওয়ায় তাদের সঙ্গে চূড়ান্ত চুক্তি করতেও আর কোনও বাধা থাকছে না ।
গত কয়েক বছর ধরেই একেবারে ফর্মে নেই ইস্টবেঙ্গল । বারবার মুখ পুড়ছে তাদের । হতাশ লক্ষ লক্ষ সমর্থক । তাই এ বার সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে চাইছে ইস্টবেঙ্গল । সেই কারণেই গত মরসুমে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি-তে খেলা সার্থককে সই করাল ইস্টবেঙ্গল । তিন বছরের জন্য এই ডিফেন্ডারকে দলে নিল লাল-হলুদ ক্লাব । মোহনবাগানের হয়ে পেশাদার ফুটবল শুরু করলেও পুনে সিটি এফসি, মুম্বই এফসি, বেঙ্গালুরু এফসি হয়ে ফের কলকাতায় ফিরলেন সার্থক । গত মরশুমে খুব বেশি খেলার সুযোগ পাননি বাঙালি এই ডিফেন্ডার । গত মরশুমে মাত্র তিনটি ম্যাচে খেলেছেন । গোটা মরশুমে মাঠে ছিলেন মাত্র 49 মিনিট । বেঙ্গালুরু এফসিতে যোগ দেওয়ার আগে কিছুদিন ইস্টবেঙ্গল দলে ছিলেন তিনি । সে ক্ষেত্রে লাল হলুদের পক্ষে তাঁর সই আদতে ঘরে ফেরা ।