পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

East Bengal: কো-স্পনসরের খোঁজে পদ্মাপাড়ের ক্লাব, দলগঠনে একজোট ক্লাব-ইনভেস্টর - ইস্টবেঙ্গল নতুন কো স্পনসর খুঁজছে

শক্তিশালী দল গড়তে উদ্যোগ ইস্টবেঙ্গল কর্তাদের ৷ এই কাজেই প্পরথম পদক্ষেপ হল কোচ নির্বাচন ৷

Etv Bharat
ইস্টবেঙ্গল

By

Published : Apr 2, 2023, 11:07 PM IST

কলকাতা, 2 এপ্রিল: নতুন স্পনসরের খোঁজে ইস্টবেঙ্গল । শক্তিশালী দল গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ লাল-হলুদ কর্তাদের । নতুন মরশুমের দল গঠন নিয়ে লগ্নিকারীর সঙ্গে তিনবার বৈঠক করলেও তার ফলাফল শুধুই আশাবাদী কথাবার্তা । দুই পক্ষই বলছে শক্তিশালী দল গঠনে যা করা দরকার সেই পদক্ষেপই নেওয়া হবে । অর্থের চেয়েও পরিকল্পনার সঠিক রূপায়ণ করে ভালো দল গড়াই লক্ষ্য । এবার সেই কাজেই প্রথম পদক্ষেপ কোচ নির্বাচন ।

নতুন মরশুমে দল গড়তে বাজেট বাড়ানোর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে লগ্নিকারী সংস্থা । গত মরশুমে 22 কোটি টাকা বরাদ্দ করেছিল তারা । এবার তা আট কোটি বাড়িয়ে হচ্ছে 30 কোটি টাকা । অর্থাৎ আট কোটি টাকা বাড়ছে । কিন্তু শক্তিশালী দল গড়তে অন্তত 40 কোটি টাকা দরকার । কারণ ভালো ফুটবলারদের সিংহভাগই আইএসএলের বিভিন্ন ক্লাবের সঙ্গে একাধিক বছরের জন্য চুক্তিবদ্ধ । ফলে তাদের দলে নিতে বড় অংকের ট্রান্সফার ফি দরকার । ইতিমধ্যে আনোয়ার আলিকে প্রায় 11 কোটি টাকা দিয়ে দলে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস ।

সন্দেশ ঝিঙ্গান নতুন মরশুমে বেঙ্গালুরু এফসি ছেড়ে এফসি গোয়ার পথে । গত মরশুমে দল গড়তে ক্লাবের তরফে কো-স্পনসর জোগাড় করে দেওয়ার প্রস্তাব লগ্নিকারী পক্ষকে দেওয়া হয়েছিল । কিন্তু লগ্নিকারীদের তরফে তা গ্রহণ করা হয়নি । নতুন মরশুমে পরিস্থিতি সামাল দিতে বরাদ্দ যেমন 8 কোটি বাড়ানোর সিদ্ধান্ত লগ্নিকারী সংস্থা নিয়েছে, একই সঙ্গে কো-স্পনসরের ব্যাপারেও সবুজ সংকেত দিয়েছে । ফলে ক্লাব কর্তারা নতুন উদ্যমে কো-স্পনসর জোগাড়ে নেমে পড়েছে ।

সূত্রের খবর ইতিমধ্যে ক্লাব একটি বড় সংস্থাকে কো-স্পনসর হওয়ার ব্যাপারে রাজি করিয়েছে । আরও কয়েকটি সংস্থার সঙ্গেও কথা চলছে শেষ পর্যায়ে । যদি সব কিছু পরিকল্পনামাফিক হয় তাহলে অর্থ সমস্যা মিটবে । নচেৎ লগ্নিকারী 30 কোটি টাকাতেই দল গড়বে বলে জানিয়ে দিয়েছে । কোচ হিসেবে লোবেরো প্রথম পছন্দ । তিনি নিজেও অনাগ্রহী নন । তবে তার আগে পরিস্থিতি বুঝে নিতে চাইছেন । পছন্দের ফুটবলারদের তালিকা দেবেন তিনি । লোবেরো কোচ হলে বেশ কিছু ফুটবলার যে ইস্টবেঙ্গলে আসতে আগ্রহী হবেন তা ধরে নেওয়া যায় ।

লাল হলুদ কর্তৃপক্ষ অবশ্য লোবেরোর পাশাপাশি গত মরশুমে ওড়িশার কোচ যোসেফ গাম্বাউয়ের সঙ্গে যোগাযোগ রাখছে । ইতিমধ্যে গাম্বাউ তিনদিন থেকে কলকাতা ঘুরে গিয়েছেন । সব মিলিয়ে আর্থিক সমস্যা দূর করে শক্তিশালী দল গড়ার তোড়জোড় এখন ইস্টবেঙ্গলে । এদিকে সুপার কাপের প্রস্তুতি চলছে লাল-হলুদে । কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের অধীনে ক্লেটন সিলভা, কিরিয়াকু, মহেশ নাওরেম সিংরা অনুশীলনে ব্যস্ত । রবিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ইস্টবেঙ্গল পরাজিত । প্রথম প্রস্তুতি ম্যাচে মহমেডান স্পোর্টিংকে হারিয়েছিল ইস্টবেঙ্গল । 6 এপ্রিল কেরালার উদ্দেশ্যে রওনা হবে লাল হলুদ ব্রিগেড ।

আরও পড়ুন :পয়লা বৈশাখের আগেই নয়া কোচ ঘোষণা ইস্টবেঙ্গলের

ABOUT THE AUTHOR

...view details