কলকাতা, 31 অক্টোবর: ইডেনে বিশ্বকাপের ম্যাচ ৷ মোহনবাগান ক্লাবে আইএসএলের প্রেস কনফারেন্স । মধ্য কলকাতার ঐতিহ্যশালী তারকা হোটেলে নতুন ফুটবলার অন্বেষণে প্রাক্তন ফুটবলারদের অ্যাপ উদ্বোধন । শারদ উৎসবের রেশ ক্রমশ নিভু নিভু হতেই কলকাতা ময়দানে ফিরছে খেলাধুলো । শেষ না-হওয়া কলকাতা লিগের বাকি খেলা শেষ করার কাজ চলছে দ্রুতলয়ে । তবে খেতাবের ভাগ্য নির্ধারণ আগেই হয়ে গিয়েছে । ফলে সোমবার দুপুরে লাল-হলুদের ঘরের মাঠে ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি ম্যাচটা ছিল একেবারেই নিয়মরক্ষার পাশাপাশি মর্যাদার ।
বাকি দুই প্রধানকে কলকাতা লিগে হারালেও ইস্টবেঙ্গলের কাছে পরাজিত ডায়মন্ড হারবার এফসি । 4-1 গোলে ম্যাচ জিতে লিগ হাতছাড়া করার দুঃখে কিছুটা হলেও সান্ত্বনা ইস্টবেঙ্গলের । গোল করে এবং করিয়ে নায়ক মিডফিল্ডার মহীতোষ রায় । শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে ভর দিয়ে ডায়মন্ড হারবার এফসি রাশ তুলে নিতে চেয়েছিল । নিজেদের ভুল এবং লাল-হলুদ গোলরক্ষক আদিত্য পাত্রের দুরন্ত গোলরক্ষায় কিবু ভিকুনার ছাত্ররা ব্যর্থ । 36 মিনিটে এই আদিত্যর থেকে বল পেয়েই প্রতিপক্ষ বক্সে ঢুকে পড়েন জেসিন টিকে । অনায়াসে তিন ফুটবলারকে কাটিয়ে বলটা জালে জড়িয়ে দেন তিনি । প্রথমার্ধে জেসিন টিকের দুরন্ত গোলে এগিয়ে থাকার সুবিধা হাতছাড়া হয় ইস্টবেঙ্গলের । ডায়মন্ড হারবার এফসির সুপ্রতীপ বারুইয়ের শট রাহুলের পায়ে লেগে গোলে ঢুকে যায় ।