পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

East Bengal New Recruits: ‘ক্যাচ দেম ইয়ং’, অনুর্ধ্ব-17 সাফজয়ী ভারতীয় দলের দুই ফুটবলার লাল-হলুদে - Football

Two Young-star in East Bengal: উদ্যোগী হয়েছিলেন কোচ কার্লোস কুয়াদ্রাত স্বয়ং । হেডস্যরের নির্দেশই অনুসরণ করলেন লাল-হলুদের কর্মকর্তারা ৷ অনুর্ধ্ব-17 সাফ কাপজয়ী দুই প্রতিভাবান খেলোয়াড়কে দলে নিল ইস্টবেঙ্গল ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 21, 2023, 5:59 PM IST

কলকাতা, 21 জুলাই: 'ক্যাচ দেম ইয়ং'। কার্লোস কুয়াদ্রাতের এই নির্দেশ অনুসরণ করছে ইস্টবেঙ্গল । দলবদলের বাজারে অন্য দলগুলো তারকা ফুটবলারদের সই করাতে ব্যস্ত । সেখানে ইস্টবেঙ্গল নামজাদা ফুটবলারকে নেওয়ার পাশাপাশি তরুণ ফুটবলারদেরও সই করাচ্ছে । শুক্রবার আরও
দুই তরুণ ফুটবলারকে সই করাল ইস্টবেঙ্গল। অনূর্ধ্ব-17 সাফ কাপে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা ভ্যানলালপেকা গুইতে এবং গুরনাজ সিং গ্রেওয়াল চলতি মরশুমে লাল-হলুদ জার্সি পড়বেন। এই দুই ফুটবলারকে দলে নেওয়ার জন্য উদ্যোগী কোচ কার্লেস কুয়াদ্রাত স্বয়ং। দু'জনকেই দীর্ঘমেয়াদী চুক্তিতে নেওয়া হল।

গুরনাজ এবং গুইতে, অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে ছিলেন। যেখানে গুইতে টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছিলেন। অনূর্ধ্ব-17 সাফ টুর্নামেন্টে ফাইনালে নেপালকে হারিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন হয় ভারত। 16 বছর বয়সি এই তারকা ফুটবলার প্রধানত মাঝমাঠে খেলে। 10 নম্বর হিসাবে খেলতে ভালোবাসে সে। হোল্ডিং মিডফিল্ডার হিসেবে আক্রমণকে পিছন থেকে চালনা করতে ভালোবাসে । অনুর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য গুইতে। মিজোরামের এই তরুণ ফুটবলার এর আগে খেলত আইজল এফসি'তে । মাত্র 16 বছর বয়সেই ভারতীয় যুব দলকে নেতৃত্ব দিয়েছে গুইতে। ফলে ইস্টবেঙ্গলের হয়েও দায়িত্ব নিয়ে খেলতে দেখা যেতে পারে তাকে ।

স্পেনে এই দুই তারকাকে ভারতীয় দলের প্র্যাকটিস ম্যাচে দেখেছিলেন কুয়াদ্রাত। সেখানে এই দুই ফুটবলার তাঁর নজর টানে। তাই নতুন ফুটবলার নেওয়ার পরিকল্পনায় দুই প্রতিভাবানকে নেওয়ার জন্য জোর দেন লাল-হলুদের হেডস্যর ৷ কুয়াদ্রাত বলেন, ''কয়েক মাস আগে আমি গুইতে এবং গুরনাজকে মাদ্রিদে ভারতের অনূর্ধ্ব-17 দলের হয়ে খেলতে দেখেছি । সেই সময় তাদের খেলার ধরণ এবং দলের প্রতি কমিটমেন্ট দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি ।''

আরও পড়ুন: কলকাতা লিগে ফিরেই ম্যাচের সেরা শৌভিক, দ্বিতীয় জয় ইস্টবেঙ্গলের

গুরনাজ সিংও দারুণ পারফর্ম করেছে । এই মিডফিল্ডার সম্প্রতি বিবিয়ানো ফার্নান্ডেজের অধীনে ভারতীয় যুব দলের হয়ে দারুণ খেলেছেন । 16 বছর বয়সি গুরনাজ মিডফিল্ডে বেশ স্বচ্ছন্দ । পঞ্জাবের চণ্ডীগড় ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে এসেছে গুরনাজ । ভারতীয় দলের জার্সি গায়ে মাঝমাঠে নিজের জায়গা পাকা করেছে । জুনিয়র ভারতীয় দলের হয়ে সফল গুইতে-গুরনাজ জুটি ।

দলগঠনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাল-হলুদ রিক্রুটারদের । সেইজন্যই আগামী বেশ কয়েক মরশুমের জন্য দলকে তৈরি করে রাখতে চাইছেন ইমামি ইস্টবেঙ্গল কর্তারা । ইতিমধ্যে কলকাতা লিগে কুশ ছেত্রীর মত বছর আঠারোর ফুটবলার মাঝমাঠে খেলছেন । বিনো জর্জ জানিয়েছেন, সিনিয়র দলের জন্য ফুটবলার তৈরি করাই লক্ষ্য। সেই তালিকায় হয়তো এই দুই নয়া ফুটবলার যুক্ত হবেন । সেদিক থেকে বলা যায়, চলতি মরশুমের দল গঠনে ভবিষ্যতের ভিত তৈরি করা হচ্ছে । তবে নতুনদের ওপর ভরসা রাখা ভালো উদ্যোগ । কিন্তু ইস্টবেঙ্গল সাফল্য নির্ভর দল । সমর্থকরা কি সময় দিতে রাজি হবেন ? সেটাই এখন দেখার ।

আরও পড়ুন: পাঁচ বছর পর ফিফা ব়্যাংকিংয়ে প্রথম একশোয় ভারত, শীর্ষে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা

ABOUT THE AUTHOR

...view details