কলকাতা, 21 জুলাই: 'ক্যাচ দেম ইয়ং'। কার্লোস কুয়াদ্রাতের এই নির্দেশ অনুসরণ করছে ইস্টবেঙ্গল । দলবদলের বাজারে অন্য দলগুলো তারকা ফুটবলারদের সই করাতে ব্যস্ত । সেখানে ইস্টবেঙ্গল নামজাদা ফুটবলারকে নেওয়ার পাশাপাশি তরুণ ফুটবলারদেরও সই করাচ্ছে । শুক্রবার আরও
দুই তরুণ ফুটবলারকে সই করাল ইস্টবেঙ্গল। অনূর্ধ্ব-17 সাফ কাপে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা ভ্যানলালপেকা গুইতে এবং গুরনাজ সিং গ্রেওয়াল চলতি মরশুমে লাল-হলুদ জার্সি পড়বেন। এই দুই ফুটবলারকে দলে নেওয়ার জন্য উদ্যোগী কোচ কার্লেস কুয়াদ্রাত স্বয়ং। দু'জনকেই দীর্ঘমেয়াদী চুক্তিতে নেওয়া হল।
গুরনাজ এবং গুইতে, অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে ছিলেন। যেখানে গুইতে টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছিলেন। অনূর্ধ্ব-17 সাফ টুর্নামেন্টে ফাইনালে নেপালকে হারিয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন হয় ভারত। 16 বছর বয়সি এই তারকা ফুটবলার প্রধানত মাঝমাঠে খেলে। 10 নম্বর হিসাবে খেলতে ভালোবাসে সে। হোল্ডিং মিডফিল্ডার হিসেবে আক্রমণকে পিছন থেকে চালনা করতে ভালোবাসে । অনুর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য গুইতে। মিজোরামের এই তরুণ ফুটবলার এর আগে খেলত আইজল এফসি'তে । মাত্র 16 বছর বয়সেই ভারতীয় যুব দলকে নেতৃত্ব দিয়েছে গুইতে। ফলে ইস্টবেঙ্গলের হয়েও দায়িত্ব নিয়ে খেলতে দেখা যেতে পারে তাকে ।
স্পেনে এই দুই তারকাকে ভারতীয় দলের প্র্যাকটিস ম্যাচে দেখেছিলেন কুয়াদ্রাত। সেখানে এই দুই ফুটবলার তাঁর নজর টানে। তাই নতুন ফুটবলার নেওয়ার পরিকল্পনায় দুই প্রতিভাবানকে নেওয়ার জন্য জোর দেন লাল-হলুদের হেডস্যর ৷ কুয়াদ্রাত বলেন, ''কয়েক মাস আগে আমি গুইতে এবং গুরনাজকে মাদ্রিদে ভারতের অনূর্ধ্ব-17 দলের হয়ে খেলতে দেখেছি । সেই সময় তাদের খেলার ধরণ এবং দলের প্রতি কমিটমেন্ট দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি ।''