কলকাতা, 23 জুলাই: রয় কৃষ্ণ, ভাস্কর রায়ের পরে এবার ডেশর্ন ব্রাউন । ফের ফুটবলার হাতছাড়া ইস্টবেঙ্গলের । নর্থ-ইস্ট ইউনাইটেড থেকে নতুন মরশুমে লাল-হলুদ জার্সি পরার কথা থাকলেও সিদ্ধান্ত বদলালেন ডেশর্ন । পদ্মাপাড়ের ক্লাবের বদলে যোগ দিলেন আমেরিকার ক্লাব রিপাবলিক এফসিতে । এখনও ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির চূড়ান্ত চুক্তি হয়নি । ফলে আর অপেক্ষা না করে আমেরিকার ক্লাবে সই করলেন ব্রাউন । রিপাবলিক এফসি-র পক্ষ থেকে টুইট করে জানান হয়েছে এই খবর (East Bengal problem continues )।
2020 মরশুমে বেঙ্গালুরু এফসি হয়ে খেললেও ভালো কিছু করতে পারেননি ব্রাউন । 17 ম্যাচে মাত্র 3 গোল করেন তিনি । যদিও তারপরেই জন আব্রাহামের নর্থ-ইস্টে যোগ দিয়েই নিজের জাত চেনান । অর্ধেক মরশুমেই একডজন গোল করে ফেলেন । হ্যাটট্রিকও ছিল মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ৷ ফলে নতুন মরশুমে ব্রাউনকে দলে নিতে পারলে লাভ হত ইস্টবেঙ্গলের ।
অন্যদিকে, ট্রান্সফার ব্যান উঠে যাওয়ায় নতুন ফুটবলার নিতে আর বাধা নেই ইস্টবেঙ্গলের । যদিও আইএসএল , কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের জন্য দল গঠনে সমস্যা থেকেই যাচ্ছে । এখনও ফেডারেশনের পাওনা মেটাতে পারেনি ইস্টবেঙ্গল । বকেয়া টাকার পরিমাণ সাত লক্ষ । যদিও তার সঙ্গে ট্রান্সফার ব্যানের কোনও সম্পর্ক নেই । কিন্তু সাত লক্ষ টাকা না মেটালে কী সমস্যা হতে পারে, সেটা কারও জানা নেই ।