কলকাতা, 27 অগস্ট: মুষলধারায় বৃষ্টি শহরে ৷ আর তাতেই ডুরান্ডে কলকাতা ডার্বির আগের বিকেলে পণ্ড ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) অনুশীলন পর্ব। একঘণ্টা অপেক্ষা করে দলবল নিয়ে মাঠেই নামতে পারলেন না স্টিফেন কনস্ট্যানটাইন (East Bengal practice washed out due to rain before the day of derby)। বড় ম্য়াচের আগেরদিন অনুশীলন না-করে বড় ম্যাচে নেমে পড়ার ঘটনা ইস্টবেঙ্গলে বিরল নয়। ট্রেভর মরগ্যান, সুভাষ ভৌমিকের আমলেও হয়েছে ৷ প্রবল বৃষ্টিতে বল নিয়ে মাঠে নামতে না-পারলেও হোটেলে ফিরে ফিটনেস বাড়ালেন ফুটবলাররা ৷ বোর্ডে লিমা (Alex Lima), আঙ্গৌসানাদের (Wahengbam Angousana) ম্যাচের নীল নকশা বোঝালেন ব্রিটিশ কোচ।
এদিকে সদস্য-সমর্থকদের মধ্যে ডার্বি ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। একটি টিকিট পেতে সদস্যরা মুষলধারা বৃষ্টিও উপেক্ষা করলেন অবলীলায় ৷ টিম বাসে ওঠার সময় সৌভিক চক্রবর্তী, অনিকেত যাদবদের কাছে ম্যাচ জেতানোর আবদারও জুড়লেন সমর্থকেরা ৷ স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine) অবশ্য সেসব ব্যাপারে চিন্তিত কি না, তা দেখে বোঝার উপায় নেই। সমর্থকদের সাফল্য দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে ইমামি ইস্টবেঙ্গলের কোচ বলছেন, "আমরা অনেক দেরিতে শুরু করেছি ৷ চেষ্টা করছি ম্যাচ ফিটনেসের জায়গায় পৌছনোর।"