কলকাতা, 23 মার্চ:সুপার কাপের পরে লাল-হলুদ কোচের হট সিটে থাকছেন না স্টিফেন কনস্ট্যান্টাইন । গত কয়েকদিন ধরেই ময়দানে খবর ভাসছিল, সুপার কাপের পরে ব্রিটিশ কোচ ইস্টবেঙ্গলের দায়িত্বে থাকছেন না । বৃহস্পতিবার সেই খবরেই সিলমোহর পড়ল আদিত্য আগরওয়ালের বিবৃতিতে (East Bengal not to renew the contract of Stephen Constantine) ।
আইএসএলে খারাপ ফলের পরেই কোচ ছাঁটাইয়ের দাবি জোরালো হয়েছিল । ক্রমাগত বাড়তে থাকা চাপের সামনে স্টিফেন কনস্ট্যান্টাইনকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল । তবে তাঁর বদলে কে দায়িত্বে আসছেন সেই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি । ওড়িশা এফসি-র সদ্য প্রাক্তন কোচ জোসেফ গাম্বাউয়ের নাম আলোচনায় থাকলেও চূড়ান্ত কিছু হয়নি বলে জানিয়েছেন দেবব্রত সরকার । যদিও ক্লাবের প্রথম পছন্দ এটিকে মোহনবাগানের প্রাক্তন হেডস্যর আন্তোনিও লোপেজ হাবাস ।
ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের সঙ্গে নতুন মরশুমের দল নিয়ে বৈঠকের শেষে লগ্নিকারী সংস্থার কর্ণধার বলেন, "শক্তিশালী দল গড়ার জন্য যা দরকার তা করা হবে ।" কারণ এই ব্যর্থতায় শুধু ইস্টবেঙ্গলের নাম ক্ষতিগ্রস্ত হয়নি । লগ্নিকারীর ব্র্যান্ড ভ্যালুও ক্ষতিগ্রস্ত হয়েছে । ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যেই ফুটবলার এবং কোচের একটা তালিকা পাঠানো হয়েছিল । তা থেকে নতুন মরশুমের জন্য কাউকে নেওয়া হবে কি না, বা অন্য কোনও ফুটবলারের জন্য দল ঝাঁপাবে কি না, তা নিয়ে শনিবার ফের আলোচনায় বসবে দুইপক্ষ ।