পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Kolkata Football Giants: গিল-চিঙ্গালসানার জন্য ঝাঁপাল লাল হলুদ, অনিরুদ্ধ থাপাকে চায় সুপার জায়ান্ট - মোহনবাগান সুপার জায়ান্টস

হায়দরাবাদ এফসি থেকে চিঙ্গালসানাকে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে লাল হলুদ । শক্তিশালী দল গঠনের কথা চিন্তা করেই ডিফেন্স মজবুত করতে চাইছে তারা । ইস্টবেঙ্গলের দল গোছানোর মত মোহনবাগান সুপার জায়ান্টসও নতুন রিক্রুট করে চলেছে । এবার সবুজ মেরুনে আসতে চলেছেন অনিরুদ্ধ থাপা ।

ETV Bharat
সুপার জায়ান্টস

By

Published : Jun 9, 2023, 10:51 PM IST

কলকাতা, 9 জুন: মন্দার দেশাই, নিশু কুমারকে সই করানোর পরে এবার প্রভসুখন গিল এবং চিঙ্গালসানাকে নেওয়ার জন্য ঝাঁপাল ইস্টবেঙ্গল । লাল হলুদে প্রত্যাবর্তনের পথে হরমনজ্যোত সিং খাবরা । ধীরে হলেও পরিকল্পনা করে দল গঠনে জোর লাল হলুদে । গত বছরের দলে গোলরক্ষক হিসেবে কনলজিৎ সিং ভালো খেললেও শুধুমাত্র একজনের উপর নির্ভর করে নতুন মরশুমে এগোতে চায় না লাল হলুদ ।

কেরালা ব্লাস্টার্সের গোলরক্ষকের উপর দীর্ঘদিন ধরে নজর ছিল ইস্টবেঙ্গলের । গত বছরের আই লিগে ভালো পারফরম্যান্সের পরে আইএসএলের দল কেরালা ব্লাস্টার্সের পক্ষে সই করেছিলেন । এরপর ভালো খেলে নজরে পড়েন । তাই নতুন মরশুমে গোলরক্ষকের সমস্যা মেটাতে প্রথম থেকেই লাল হলুদ রিক্রুটাররা মরিয়া । প্রভসুখন গিলকে নিতে পারলে ইস্টবেঙ্গল লাভবান হবে । একইভাবে হায়দরাবাদ এফসি থেকে চিঙ্গালসানাকে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে লাল হলুদ । শক্তিশালী দল গঠনের কথা চিন্তা করেই ডিফেন্স মজবুত করতে চাইছে তারা । এদিকে আগামী সপ্তাহে কলকাতায় চলে আসছেন বিনো জর্জ । তিনি ইস্টবেঙ্গলের যে দলটি ডেভলপমেন্ট লিগে খেলেছিল তাদের নিয়ে কলকাতা লিগের জন্য অনুশীলন শুরু করবেন ।

ইস্টবেঙ্গলের দল গোছানোর মত মোহনবাগান সুপার জায়ান্টসও নতুন রিক্রুট করে চলেছে । এবার সবুজ মেরুনে আসতে চলেছেন অনিরুদ্ধ থাপা । চেন্নাইয়িন এফসির মিডফিল্ডারকে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে দলে নিতে চলেছে মেরিনার্সরা । প্রায় দু'কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হচ্ছে বলে সূত্রের খবর । ইগর স্টিনাচের প্রশিক্ষণাধীন ভারতীয় দলের হয়ে 40টি ম্যাচ খেলেছেন অনিরুদ্ধ । তাঁকে নেওয়ার দৌড়ে মুম্বই সিটি এফসি ছিল । এবার সেই লড়াইয়ে জিতল মোহনবাগান । তবে দলবদলের বাজারে সবচেয়ে বিগ বাজেটের রিক্রুট জেসন কামিন্স ।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপার ফর্মে রয়েছে । তার সদ্য প্রাক্তন দলকে চ্যাম্পিয়ন করে সবুজ মেরুনে আসছেন । আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার পরে মোহনবাগান সুপার জায়ান্টস এএফসি কাপে ভালো ফল করতে চায় । কোচ জুয়ান ফেরান্দোর হাতে শক্তিশালী দল তুলে দেওয়াই লক্ষ্য ।

আরও পড়ুন :লাল-হলুদে প্রায় নিশ্চিত মন্দার, চলতি মাসেই দল ঘোষণা ইস্টবেঙ্গলের

ABOUT THE AUTHOR

...view details