কলকাতা, 30 জুন: প্রথমবার মুখোমুখি দ্বিপাক্ষিক আলোচনায় ইস্টবেঙ্গল এবং ইমামি গ্রুপ (EB meets Emami)। চুক্তিপত্রের যাবতীয় জট কাটাতে মুখোমুখি হয়েছিল দুই পক্ষ । যেখানে চুক্তির কোন জায়গাগুলোতে আপত্তি এবং তা কীভাবে দূর করা যায়, তা খুঁজে বের করতেই সরাসরি কথা বলল ইস্টবেঙ্গল ক্লাব এবং তাদের লগ্নিকারী সংস্থা । দ্বিপাক্ষিক বৈঠকের শেষে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে । বেশিরভাগ বিষয়েই দুপক্ষ যাবতীয় ধন্ধ দূর করেছে । বলা হয়েছে, এই বৈঠক বাকি বিষয়গুলি নিয়েও জটিলতা দূর করতে সাহায্য করবে (East Bengal meets Emami Group)।
এই বৈঠকে দু পক্ষের আইনজীবীরা ছিলেন । তাঁরা বৈঠক থেকে বেরিয়ে আসা নির্যাসের ভিত্তিতে যৌথ ভাবে চূড়ান্ত চুক্তিপত্র তৈরি করবেন বলে জানানো হয়েছে । পুরো প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গে করা হচ্ছে বলে জানানো হয়েছে । ইস্টবেঙ্গল ক্লাব এবং ইমামি একজোট হয়ে শক্তিশালী দল গঠনের জন্য ঝাঁপাবে বলে সিদ্ধান্ত হয়েছে । চুক্তি রূপায়ণে যেভাবে সবকিছু এগোচ্ছে তাতে দুপক্ষই খুশি বলে বলা হচ্ছে (EB Emami deal)।