পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

East Bengal Transfer Ban : বকেয়া না-মেটালে ফের ট্রান্সফার ব্যান, সমস্যা কমছে না লাল-হলুদের - East Bengal may face Transfer Ban again

লগ্নিকারী সংস্থার কর্তা বলেন, ‘‘এই সাত ফুটবলারই নয়, বিদেশি ফুটবলারদের বকেয়ার বিষয়টি রয়েছে । যদিও বিদেশি ফুটবলারদের বিষয়টি বিচারাধীন । কিন্তু চুক্তির ছবিটা এখনও স্পষ্ট করেনি ক্লাব । তারপর যদি ভেবে থাকে আমরা দায়ভার নেব, তাহলে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ? (SC East Bengal Transfer Ban)’’

Transfer Ban
সমস্যা কমছে না লাল-হলুদের

By

Published : Feb 10, 2022, 11:04 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি : ফের মাথাচাড়া দিয়ে উঠল শ্রী সিমেন্ট বনাম ইস্টবেঙ্গল বিতর্ক । ফুটবলারদের বকেয়া মেটানো নিয়ে ফের দুই মেরুতে ক্লাব এবং স্পনসরার । একে তো আইএসএলে দল জিততে পারছে না । তার ওপর কাঁটা হয়ে দাঁড়িয়েছে জরিমানা (East Bengal Transfer Ban) ।

এসসি ইস্টবেঙ্গলকে আগামী পয়তাল্লিশ দিনের মধ্যে বিশাল অঙ্কের জরিমানা মেটাতে হবে । সাত ফুটবলারের বকেয়া বাবদ প্রায় দেড় কোটি টাকা মেটাতে হবে ক্লাবকে । তা মেটাতে না পারলে লাল-হলুদের ট্রান্সফার ব্যানও হতে পারে । সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি জানিয়েছে, দেড় মাসের মধ্যে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা মেটাতে হবে । লগ্নিকারীর তরফে বলা হয়েছে, তাঁরা এই নির্দেশের বিরুদ্ধে অ্যাপিল করবে । তবে টাকা মেটানোর ক্ষেত্রে তাঁরা কতটা সদর্থক ভূমিকা নেবে তা নিয়ে সন্দিহান ক্লাব কর্তারা । কারণ, এই মুহূর্তে আইএসএলের বাকি চার ম্যাচে যত বেশি সম্ভব পয়েন্ট তুলে নিয়ে ভদ্রস্থ জায়গায় শেষ করাকেই তাঁরা পাখির চোখ করছে ।

লগ্নিকারী সংস্থার এক অন্যতম কর্তা বলেন, ‘‘এই বকেয়া সমস্যা নতুন নয় । আমরা আগেও এই সমস্যা কিছুটা মিটিয়েছিলাম । যে সাত ফুটবলারের বকেয়া নিয়ে সমস্যা তাদের আমরা দলেও নিয়েছিলাম । তাই কী পদক্ষেপ নেব, তার সঠিক ছবিটা আমাদের কাছে নেই ৷’’

আইএসএলে যোগ দেওয়ার আগে 2020 মরসুমে কেভিন লোবো, কিগান পেরেরা, সিকে বীনিথ, অনিল চৌহান, গিরিক খোসলা, ইউজেনসেন লিংডোকে সই করিয়েও টাকা না-দেওয়ার অভিযোগ ওঠে লাল-হলুদের বিরুদ্ধে । তারপরেই সাত ফুটবলার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দ্বারস্থ হয় । যদিও লগ্নিকারী সংস্থা এবং ক্লাব ফুটবলারদের অভিযোগ সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি ।

লগ্নিকারী সংস্থার কর্তা বলেন, ‘‘এই সাত ফুটবলারই নয়, বিদেশি ফুটবলারদের বকেয়ার বিষয়টি রয়েছে । যদিও বিদেশি ফুটবলারদের বিষয়টি বিচারাধীন । কিন্তু চুক্তির ছবিটা এখনও স্পষ্ট করেনি ক্লাব । তারপর যদি ভেবে থাকে আমরা দায়ভার নেব, তাহলে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ?’’

আরও পড়ুন : টেবিল টপারদের বিরুদ্ধে দুরন্ত জয়, প্রথম চারে ঢুকে পড়ল সবুজ-মেরুন

14 ফেব্রুয়ারি কেরলের বিরুদ্ধে নামবে পদ্মাপাড়ের ক্লাব । বর্তমানে 16 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে রিভেরার ছেলেরা ।

ABOUT THE AUTHOR

...view details