কলকাতা, 21 জানুয়ারি: যাঁর গোলের দৌলতে চলতি আইএসএল-এ ইস্টবেঙ্গলের চারটি জয় এসেছে, সেই ক্লেটন সিলভাই শুক্রবার খলনায়ক হয়ে উঠলেন ৷ দ্বিতীয়ার্ধে দু’টি সহজতম সুযোগ নষ্ট করে দলের হারের কারণ হলেন ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে 2-0 ম্যাচ হারল ইস্টবেঙ্গল (East Bengal Lost Against Hyderabad FC) ৷
শুক্রবারের ম্যাচে 9 মিনিটে বোরহা হেরেরা গঞ্জালেসের সেন্টার থেকে হেড করে গোল করেন জাভিয়ার সিভেরিও টোরো ৷ আর ম্যাচের অতিরিক্ত সময়ে 93 মিনিটে দ্বিতীয় গোল করেন আরেন সিলভার ৷ এই জয়ের সুবাদে 14 নম্বর ম্যাচে 35 পয়েন্টে পৌঁছে গেল নিজামের শহরের দল ৷ সেই সঙ্গে দ্বিতীয় স্থানে জাকিয়ে বসল হায়দরাবাদ এফসি ৷ ইস্টবেঙ্গল 12 পয়েন্টেই আটকে রইল ৷
শুক্রবার যুবভারতীতে ঘরের মাঠে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে হাজির ছিলেন প্রায় সোয়া তিন হাজার দর্শক ৷ কিন্তু, যেভাবে প্রিয় দলকে হারতে হল, তার কোনও ব্যাখ্যা হয় না বলে জানালেন হতাশ লাল-হলুদ সমর্থকরা ৷ তাঁদের মতে, নতুন বছরের শুরুতে হারের হ্যাটট্রিকের কোনও অজুহাত হয় না ৷ তবুও, আজকের ম্যাচে কিছুটা লড়াকু দেখিয়েছে দলকে ৷