কলকাতা, 12 সেপ্টেম্বর: আইএসএলের ঢাকে কাঠি পড়ার ন'দিন আগে মঙ্গলবার নতুন জার্সি প্রকাশ করল ইমামি ইস্টবেঙ্গল। বুধবার আইএসএলের ক্লাবগুলো সম্মিলিতভাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হবে কলকাতায়। তারই প্রস্তুতি চলছে । অংশগ্রহণকারী দলগুলো তাদের মতো করে অনুশীলনে ব্যস্ত। দিনদু'য়েক হল কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে আইএসএলের প্রস্তুতি শুরু করেছে ডুরান্ড রানার্স ইস্টবেঙ্গল । এরই মধ্যে নতুন জার্সিতে ফিরে আসার বার্তা লাল-হলুদ ব্রিগেডের ।
ঘরের মাঠে যে জার্সি পড়ে ইস্টবেঙ্গল খেলবে তাতে পুরানো নকশার ঝলক । জার্সিতে ক্লাবের সনাতনী মেজাজ ফিরিয়ে নিয়ে এসে অনুরাগীদের ইস্টবেঙ্গল আনন্দই দিল বলা চলে। যেখানে লাল এবং হলুদ দু'টি রংকেই সমানভাবে প্রাধান্য দেওয়া হয়েছে । নতুন জার্সি পড়ে ছবি তুলেছেন আইএসএলে দলের অধিনায়ক ক্লেইটন সিলভা । গত তিন বছরে আইএসএলে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি ইস্টবেঙ্গল । ব্যর্থতার অন্ধকার থেকে সাফল্যের আলোয় ঘুরে দাঁড়ানোর কথা বলছেন কোচ কার্লেস কুয়াদ্রাত । নতুন জার্সি যেন সেই অঙ্গীকার প্রমাণের প্রতীক।