পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL 2023: ভুল শুধরে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেতে আকুল ইস্টবেঙ্গল - কার্লেস কুয়াদ্রাত

East Bengal FC vs Kerala Blasters: কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ জিততে মরিয়া ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ জানালেন, আগের দু’ম্যাচে হওয়া ভুল শুধরে জয় পাওয়াই একমাত্র লক্ষ্য তাঁর দলের ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 7:32 PM IST

কলকাতা, 3 নভেম্বর: গত দুই ম্যাচের ভুল শুধরে ঘরের মাঠে জয়ের খোঁজে ইস্টবেঙ্গল এফসি ৷ শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ম্যাচে কার্লেস কুয়াদ্রাতের দলের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স ৷ চলতি আইএসএলে দারুণভাবে শুরু করেও শেষ দু’ম্যাচে হারের ধাক্কায় ইস্টবেঙ্গল অনেকটাই পিছিয়ে পড়েছে ৷ গোল করেও ব্যবধান ধরে রাখতে না পারার দুর্বলতা এই মরশুমেও পিছু ছাড়ছে না লাল-হলুদকে ৷ ফলে জয়ের সঙ্গে পয়েন্টও হাতছাড়া হচ্ছে ৷

যা নিয়ে ইতিমধ্যে কাটাছেঁড়া শুরু করেছে টিম ম্যানেজমেন্ট ৷ যার সারমর্ম বিরতির পর একাধিক ভুলের খেসারত দিতে হচ্ছে ৷ সঙ্গে নিশ্চিত পয়েন্ট ফেলে আসতে হচ্ছে ৷ তবে, হারলেও হতাশ হতে নারাজ ‘কার্লেস কুয়াদ্রাত অ্যান্ড কোং’ ৷ সিভেরিওকে পাশে নিয়ে ইস্টবেঙ্গল এফসি কোচ জানিয়েছেন, গত তিন বছরের পরিসংখ্যানের তুলনায় চলতি আইএসএলের পারফরম্যান্স ভালো তাঁদের ৷ গত 21 অক্টোবরের ম্যাচে ব্যর্থ হলেও, অতীতের তুলনায় বর্তমান পারফরম্যান্স এগিয়ে থাকবে বলে জানান তিনি ৷ তবে, কোনও সন্তুষ্টির কারণ দেখছেন না কার্লেস কুয়াদ্রাত ৷

গত দু’ম্যাচের ভুল শুধরে সামনে তাকানোই লক্ষ্য তাঁর ৷ ইতিমধ্যে ফুটবলারদের সঙ্গে ভুল ত্রুটি নিয়ে আলোচনা করেছেন তিনি এবং বাকি সাপোর্ট স্টাফরা ৷ অনুশীলনে তা খাতায় কলমে শুধরে নেওয়ার কাজ হয়েছে বলে জানিয়েছেন কুয়াদ্রাত ৷ শনিবারের ম্যাচে কার্ড এবং চোট সমস্যা নেই ৷ নবাগত জর্ডনিয়ান ডিফেন্ডার হিজরি মাহের পুরোদমে অনুশীলন করেছেন ৷ দু’টো প্র্যাকটিস ম্যাচও খেলেছেন ৷ শনিবারের ম্যাচে প্রথম একাদশে না থাকলেও, ডাগ আউটে থাকবেন তিনি ৷ প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্সকে নিয়ে বাড়তি শব্দ ব্যয় করতে চাননি ৷ তার থেকে কুয়াদ্রাত নিজের দলের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করতে বেশি আগ্রহী ৷

আরও পড়ুন:আইএসএলে ইতিহাস বাগানের, প্রথম দল হিসেবে টানা চার ম্যাচ জিতল সবুজ-মেরুন

অন্যদিকে বেকায়দায় কেরালা ব্লাস্টার্স দল ৷ চোট এবং কার্ড সমস্যায় পাঁচ ফুটবলারকে পাবে না তারা ৷ সাংবাদিক সম্মেলনে কোচ ইভান ভুকোমান্দোভিচ দলের চোট আঘাতের জন্য ডুরান্ড কাপকে দায়ী করেছেন ৷ তাঁর মতে, ভারতীয় ফুটবলে ডুরান্ড কাপ অনাবশ্যক টুর্নামেন্ট ৷ যা খেলতে গিয়ে সব দলকে খেসারত দিতে হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details