কলকাতা, 19 জুন:ঘরে ফিরলেন হরমনজোৎ সিং খাবরা। কোচ ট্রেভর জেমস মরগ্যানের দলের গুরুত্বপূর্ণ সদস্য খাবরা ফের একাবার লাল-হলুদ জার্সিতে। সাতবছর পর ইস্টবেঙ্গলে ফিরতে পেরে খুশি 35 বছর বয়সি মিডফিল্ডারও। প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক লাল-হলুদ জার্সিতে জোড়া ফেডারেশন কাপ, আইএফএ শিল্ড, সুপার কাপ এবং সাতবার কলকাতা লিগ জিতেছেন। এরপর বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি এবং কেরালা ব্লাস্টার্স ঘুরে ফের ইস্টবেঙ্গলে হরমনজোৎ খাবরা।
পুরোনো ক্লাবে ফিরতে পেরে বেজায় খুশি পঞ্জাব ফুটবলার বলেন, "আমি ঘরে ফেরার জন্য মুখিয়ে রয়েছি। ইস্টবেঙ্গল আমাকে প্রতিষ্ঠা দিয়েছে। আমি ফের সমর্থকদের সামনে নিজেকে উজাড় করে দিতে চাই। মুখিয়ে রয়েছি ডার্বিতে নামার জন্য। ডার্বি এমন একটি ম্যাচ যা আমাকে আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করে। এছাড়াও ফের কোচ কুয়াদ্রাতের অধীনে খেলার সুযোগ। আমি তাই বাড়তি উদ্দীপ্ত।" খাবরার ইস্টবেঙ্গলে যোগদানের অর্থ ঘরে ফেরা। কিন্তু নতুন মরশুমে আরও দুই নতুন ফুটবলারের যোগদানের খবর সরকারিভাবে সামনে এল সোমবার দুপুরে।
মন্দার দেশাই এবং এডুইন ভন্সপাল এই মরশুমে লাল-হলুদ জার্সিতে। লেফট ব্যাক মন্দার প্রথম ফুটবলার যে আইএসএলে একশো ম্যাচ খেলার কৃতিত্ব দেখিয়েছেন। এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসির হয়ে প্রতিনিধিত্ব করা 32 বছর বয়সি লেফটব্যাক জানিয়েছেন, ইস্টবেঙ্গলে যোগদান আমার কাছে নতুন চ্যালেঞ্জ। আমি নিজেকে উজার করে দিতে চাই। কোচ কুয়াদ্রাত একজন দারুণ কুশলী কোচ এবং ভালো মানুষ। আমি খুশি তাঁর অধীনে খেলার সুযোগ পেয়ে। দলের জয়ের জন্য যা দরকার আমি তা করতে প্রস্তুত।