পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লজেন্স মাসিকে জার্সি উপহার ক্লেটনের, ডেকান ম্যাচে চোখ কুয়াদ্রাতের - কুয়াদ্রাত

Chokh Kuadrat at Deccan match: আইএসএল প্রথম লেগের শেষ চারটি ম্যাচে গোল খায়নি ইস্টবেঙ্গল রক্ষণ। হিজাজি মাহেরের দুরন্ত ফুটবল প্রতিপক্ষকে থামিয়ে দিয়েছিল ৷ হায়দরাবাদের বিরুদ্ধে হিজাজিকে প্রত্যাশিত ছন্দে পাওয়া যায়নি। ইস্টবেঙ্গল কোচ এই জন্য একটা লম্বা বিশ্রামকে দায়ী করেছেন। বিরতির পর ফুটবলাররা আবার মাঠে নেমেছে। ফলে ছন্দে ফিরতে সময় লাগছে বলে মনে করেন।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 10:55 PM IST

কলকাতা, 10 জানুয়ারি: লজেন্স মাসিকে জার্সি উপহার দিলেন ক্লেটন সিলভা। ব্রাজিলিয়ান স্ট্রাইকারে হাতে নেতৃত্বের ব্যাটন উঠতেই জ্বলে উঠলেন। তিনি যে ফিটনেসের চুড়ান্ত জায়গায় তা শরীর ছুড়ে গোল করার মধ্যে প্রমানিত। অনেকেই তাঁর এই শরীর ছুড়ে গোল করার স্টাইলে কিংবদন্তী ব্রাজিলিয়ান রোনাল্ডো নাজারিওর 2002 সালের বিশ্বকাপের গোলের স্মৃতি দেখছেন। ম্যাচ শেষে অপেক্ষারত সমর্থকদের সঙ্গে সেলফি তুললেন ক্লেটন সিলভা।

স্বাভাবিকভাবেই ডার্বিতে স্বমূর্তিতে দেখতে চাইছেন সমর্থকরা। কিন্তু ক্লেটন সিলভা দলের এক নম্বর গোলগেটারের মতই এখনই ডার্বি নিয়ে ভাবছেন না কোচ কার্লেস কুয়াদ্রাতও। আইএসএলের শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলের শেষ পাঁচটা ম্যাচে অপরাজিত থাকার অভ্যাস সুপার কাপেও বজায় রেখেছে লাল-হলুদ। আইএসএলে প্রথম জয় হায়দরাবাদ এফসির বিরুদ্ধে পেয়েছিল ইস্টবেঙ্গল এফসি। কলিঙ্গ সুপার কাপের জয়ের খাতা হায়দ্রাবাদ এফসিকে হারিয়েই খুলল তারা। দুটো ম্যাচেই জয়ের নায়ক ক্লেটন সিলভা। প্রথম ম্যাচে জয় পেলেও নজরকাড়া ফুটবল খেলতে ব্যর্থ লাল-হলুদ ফুটবলাররা। দুসপ্তাহ পরে অনুলীলনে নামার জড়তা পারফরম্যান্সে।

আইএসএল প্রথম লেগের শেষ চারটি ম্যাচে গোল খায়নি ইস্টবেঙ্গল রক্ষণ। হিজাজি মাহেরের দুরন্ত ফুটবল প্রতিপক্ষকে থামিয়ে দিয়েছিল ৷ হায়দরাবাদের বিরুদ্ধে হিজাজিকে প্রত্যাশিত ছন্দে পাওয়া যায়নি। ইস্টবেঙ্গল কোচ এই জন্য একটা লম্বা বিশ্রামকে দায়ী করেছেন। বিরতির পর ফুটবলাররা আবার মাঠে নেমেছে। ফলে ছন্দে ফিরতে সময় লাগছে বলে মনে করেন। রক্ষণের দুই ভরসা নিশু কুমার এবং হিজাজি মাহেরকে দেখে কপালে ভাঁজ পড়ছে। হায়দরাবাদ ম্যাচে দুজনেই নিজের সেরা ছন্দে ছিলেন না। কুয়াদ্রাত বলছেন আরও কিছুটা সময় লাগবে। বিরতির পরে তাদের আগের ছন্দে ফিরিয়ে আনতে সময় দরকার।

ম্যাচে ইস্টবেঙ্গলের জয়ে বড় ভূমিকা নিয়েছেন অধিনায়ক ক্লেইটন সিলভা। জোড়া গোল করে দলকে গুরুত্বপূর্ণ জয় উপহার দিয়েছেন তিনি। অধিনায়কের প্রশংসা ইস্টবেঙ্গল কোচের। প্রথম ম্যাচ জেতার সঙ্গেই ডার্বির বাজনা বাজতে শুরু করেছে। কুয়াদ্রাত বলছেন তিনি এখনই ডার্বি নিয়ে কিছুই ভাবছেন না। আপাতত ইস্টবেঙ্গলের পরের ম্যাচের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। তাদের বিরুদ্ধে তিন পয়েন্টই পাখির চোখ। মরসুমের প্রথম থেকেই ম্যাচ ধরে এগোনোর কথা বলছেন। সুপার কাপেও একই দর্শন। রবিবারের ম্যাচ জিতে ধাপে ধাপে এগোতে যে চান তা কার্লেস কুয়াদ্রাত বারবার মনে করিয়ে দিয়েছেন। তবে এই মুহূর্তে যে ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল তাতে গ্রুপ শীর্ষে থাকার প্রবল দাবিদার তারাই। এই দাবি জোরালো হওয়ার আভাস ইঙ্গিত মিললেও লাল-হলুদ তা সাজঘরে ঢুকতে দিতে নারাজ।

আরও পড়ুন

  1. 19 জানুয়ারি শুরু বেটন কাপ, সল্টলেক স্টেডিয়ামে বসছে অ্যাস্ট্রোটার্ফ
  2. কামিংস-সাদিকুর গোলে পিছিয়ে পড়েও জয়, সুপার কাপের শুরুতে জিতল বাগানও
  3. ক্লেইটনের জোড়া গোলে সুপার কাপে জয় দিয়ে যাত্রা শুরু লাল-হলুদের

ABOUT THE AUTHOR

...view details