কলকাতা, 15 অগস্ট: ডুরান্ডে ডার্বির জয়ের আনন্দ অতীত । এখন ইস্টবেঙ্গলের পাখির চোখ ডুরান্ড কাপের পঞ্জাব এফসি ম্যাচ । বুধবার কিশোরভারতী স্টেডিয়ামে সদ্য আইএসএলে উন্নত হওয়া আই লিগ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড । ডুরান্ড কাপের শেষ আটে পৌঁছতে জয় ছাড়া অন্য পথ খোলা নেই কার্লেস কুয়াদ্রাতের ছেলেদের সামনে ।
ডার্বি জয়ের দিনই বলেছিলেন প্রাক-মরশুম প্রস্তুতি চলছে । দলকে তৈরি হওয়ার সময় দিতে হবে । তাই ডার্বি জয়ের আনন্দ সমর্থকদের খুশি করলেও তারা সামনে তাকাতে চান । আপাতত পঞ্জাব ম্যাচই পাখির চোখ । মাঝের দু'দিন এবং রিকভারি চললেও মঙ্গলবার প্রফেসর কুয়াদ্রাতের ক্লাসে কড়া অনুশীলন চলল । ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা তিনদিন আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন । প্র্যাকটিসও করেছেন জোর কদমে । প্রাথমিক দেখায় তাঁকে ফিট বলে মনে হয়েছে । তবে লাল-হলুদ হেডস্যার কুয়াদ্রাত তাঁর দলের ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে সময় নিয়ে গড়তে চান ৷
কিশোরভারতীতে পঞ্জাব এফসির বিরুদ্ধে তিনি প্রথম একাদশে না-থাকলেও পরিবর্তন হিসেবে আসতে পারেন । ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডারও । ডার্বির যে একাদশ খেলেছিল তা বুধবারের সন্ধ্যায় বদল হওয়ার সম্ভাবনা কম । ইতিমধ্যে প্রতিপক্ষের খেলা দেখেছেন কুয়াদ্রাত । তিনি বলেছেন, "ডার্বি জয় আমাদের কাছে অতীত । আমাদের চোখ এখন পঞ্জাব এফসি ম্যাচে । এই ম্যাচ আমাদের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই বটে । পয়েন্ট খোয়ালে আমাদের ছিটকে যেতে হবে । আমরা ইতিমধ্যে ভুলগুলো নিয়ে কাঁটাছেড়া করেছি । সেইমত শুধরানোর কাজও করা হয়েছে । ইতিমধ্যে ক্লেইটন সিলভা এবং জোসে পেড্রো দলের সঙ্গে যোগ দিয়েছে । যা আমাদের বাড়তি শক্তি জোগাবে ।"