কলকাতা, 3 ফেব্রুয়ারি: আইএসএল-এর আর চারটে ম্যাচ বাকি । তার আগে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং নিজেকে কাঠগড়ায় দাঁড় করালেন দলের হেডস্যর স্টিফেন কনস্ট্যান্টাইন । শুক্রবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে লাল-হলুদ (East Bengal eyes to win against Kerala Blasters)। ফিরতি ম্যাচে মাঠে নামার 24 ঘণ্টা আগে সুহের ভিপিকে নিয়ে সাংবাদিকদের সামনে এসেছিলেন লাল-হলুদ কোচ । সেখানেই নিজের দলের পারফর্ম্যান্সের ময়নাতদন্তে ব্রিটিশ কোচ ।
লাল-হলুদের বস বলেন, “আমি আমার কাজকে ভালোবাসি । ভালো-খারাপ সব ধরনের সাপোর্ট স্টাফ নিয়েই কাজ করতে ভালোবাসি । সব মিলিয়ে দল তৈরি হয় । আমি অবশ্যই হতাশ । কারণ হারতে ঘৃণা করি । ম্যাচ হারলে আমি ঘুমোতে পারি না । ইস্টবেঙ্গল বিরাট বড় ক্লাব । তাদের চ্যালেঞ্জও বিরাট । আমি প্রথম ছয়ে শেষ করার চ্যালেঞ্জ নিয়েছি । সেই চ্যালেঞ্জ সফল করতে আমার সময় দরকার । আমরা যেখানে রয়েছি সেখানে থাকার কথা ছিল না । বেশ কিছু ম্যাচ আমাদের হারতে হয়েছে, যা হারা উচিত ছিল না । আমি এই ফলাফলের জন্য নিঃসন্দেহে দায়ী । তবে আমরা গত বছরের তুলনায় ভালো জায়গায় রয়েছি । এমনকী তার আগের বছরের তুলনাতেও ভালো জায়গায় রয়েছি । তবে কি আমি পারফরম্যান্সে খুশি ? একদমই না । এই পারফরম্যান্স কি যথেষ্ট ? আমি আবারও বলব, না । তবে একটা জিনিস বুঝতে হবে । আপনি শনিবার রাত 9টা 55 মিনিটে বাজারে গিয়ে সেরা জিনিসটি পেতে পারেন না । কারণ বাজার 10টায় বন্ধ হয় । রবিবার বাজার খোলা থাকে না । আপনাকে তাহলে বাজার খোলার জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে । এই জিনিসটাই আমাদের ক্ষেত্রে ঘটেছে ।"