পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL 2023: ওড়িশায় এফসি গোয়ার সামনে ইস্টবেঙ্গল, রেফারিং নিয়ে সরব কুয়াদ্রাত - ইস্টবেঙ্গল

কান্তিরাভা স্টেডিয়ামে দলের তিন নম্বর আইএসএল ম্যাচে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে খেলার সময় রেফারির বঞ্চনার কথা বারবার বলছিলেন কুয়াদ্রাত । পরিসংখ্যান তুলে ধরে লাল-হলুদের স্প্যানিশ কোচের দাবি, রেফারির ভুলের শিকার না-হলে তাঁর দলের ঝুলিতে সাত পয়েন্ট থাকত ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 8:49 PM IST

ভুবনেশ্বর, 20 অক্টোবর: ‘‘ভারতীয় ফুটবলে খেলতে হলে কিছু অবাঞ্ছিত ঘটনার সঙ্গে মানিয়ে নিতে হবে ৷’’ গোয়ার বিরুদ্ধে নামার আগে সাফ জানিয়ে রাখলেন ইস্টবেঙ্গলের হেডস্যর কার্লেস কুয়াদ্রাত । বৃহস্পতিবার দলের একনম্বর ভারতীয় ফুটবলার মহেশ নাওরেম সিংকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন স্প্যানিস মায়েস্ত্রো ।

শনিবার আইএসএলে ইস্টবেঙ্গল এফসির প্রতিপক্ষ এফসি গোয়া । শারদ উৎসবের সপ্তমীর দিন বিকেলে ওড়িশায় সন্দেশ ঝিঙ্গানদের বিরুদ্ধে খেলবেন মহেশ, চুংনুঙ্গা, শৌভিক চক্রবর্তীরা । তার আগে দলের প্রস্তুতি এবং চার নম্বর ম্যাচের ফুটবল দর্শন নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় ফুটবলের অবাঞ্ছিত ঘটনার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রসঙ্গ এল লাল-হলুদ প্রফেসরের মুখে । কান্তিরাভা স্টেডিয়ামে দলের তিন নম্বর আইএসএল ম্যাচে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে খেলার সময় রেফারির বঞ্চনার কথা বারবার বলছিলেন কুয়াদ্রাত । পরিসংখ্যান তুলে ধরে লাল-হলুদের স্প্যানিশ কোচের দাবি, রেফারির ভুলের শিকার না-হলে তাঁর দলের ঝুলিতে সাত পয়েন্ট থাকত ।

আরও পড়ুন: লক্ষ্মীপুজোর দিন স্থগিত কলকাতা ডার্বি, সপ্তমীতে ইস্টবেঙ্গল ম্যাচ সরল ভুবনেশ্বরে

কুয়াদ্রাত বলেন, “রেফারি সেদিন একাধিক ভুল করেছে । যা আমাদের বিরুদ্ধে গিয়েছে । আমরা অন্তত দু’টো পেনাল্টি পাওয়া থেকে বঞ্চিত হয়েছি । রেফারি কার্ড দেখানোর ক্ষেত্রে সঠিক থাকলে ফুটবলাররা নিয়ন্ত্রণে থাকত । ম্যাচটাও নিয়ন্ত্রণে থাকত ৷” তবে এইসব নিয়ে কাঁদুনি গাইতে রাজি নন পদ্মাপাড়ের বস । অজুহাতও খাড়া করতে চান না কুয়াদ্রাত ।

দলের ভালো ফুটবল পাখির চোখ । গোলের সুযোগ তৈরি করার ক্ষেত্রে তারা পরিসংখ্যানের তালিকায় চার নম্বরে রয়েছেন তা তুলে ধরেছেন । তবে সুযোগ তৈরি করলেও তা থেকে গোল করা যে শেষ কথা সেটাও স্বীকার করছেন । মাঝের কয়েকদিনে হাফ চান্সকেও গোলে পরিণত করার জন্য ফুটবলারদের দিয়ে কাজ করেছেন বলেও জানিয়েছেন স্প্যানিস কোচ ।

আরও পড়ুন: চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ডুরান্ড জিতেও নির্বিকার, এএফসি'তে চোখ ফেরান্দোর

ABOUT THE AUTHOR

...view details