ভুবনেশ্বর, 20 অক্টোবর: ‘‘ভারতীয় ফুটবলে খেলতে হলে কিছু অবাঞ্ছিত ঘটনার সঙ্গে মানিয়ে নিতে হবে ৷’’ গোয়ার বিরুদ্ধে নামার আগে সাফ জানিয়ে রাখলেন ইস্টবেঙ্গলের হেডস্যর কার্লেস কুয়াদ্রাত । বৃহস্পতিবার দলের একনম্বর ভারতীয় ফুটবলার মহেশ নাওরেম সিংকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন স্প্যানিস মায়েস্ত্রো ।
শনিবার আইএসএলে ইস্টবেঙ্গল এফসির প্রতিপক্ষ এফসি গোয়া । শারদ উৎসবের সপ্তমীর দিন বিকেলে ওড়িশায় সন্দেশ ঝিঙ্গানদের বিরুদ্ধে খেলবেন মহেশ, চুংনুঙ্গা, শৌভিক চক্রবর্তীরা । তার আগে দলের প্রস্তুতি এবং চার নম্বর ম্যাচের ফুটবল দর্শন নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় ফুটবলের অবাঞ্ছিত ঘটনার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রসঙ্গ এল লাল-হলুদ প্রফেসরের মুখে । কান্তিরাভা স্টেডিয়ামে দলের তিন নম্বর আইএসএল ম্যাচে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে খেলার সময় রেফারির বঞ্চনার কথা বারবার বলছিলেন কুয়াদ্রাত । পরিসংখ্যান তুলে ধরে লাল-হলুদের স্প্যানিশ কোচের দাবি, রেফারির ভুলের শিকার না-হলে তাঁর দলের ঝুলিতে সাত পয়েন্ট থাকত ।
আরও পড়ুন: লক্ষ্মীপুজোর দিন স্থগিত কলকাতা ডার্বি, সপ্তমীতে ইস্টবেঙ্গল ম্যাচ সরল ভুবনেশ্বরে