পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফের দ্রুততম সফিকুল ও হিমাশ্রী, রাজ্য মিটে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল - Asian Games

রাজ্য মিটে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল ৷ 100 মিটারে পুরুষ ও মহিলা বিভাগে নিজেদের খেতাব ধরে রাখলেন যথাক্রমে সফিকুল মণ্ডল ও হিমাশ্রী রায় ৷

সফিকুল ও হিমাশ্রী

By

Published : Aug 12, 2019, 6:08 PM IST

কলকাতা, 12 অগাস্ট : 69 তম রাজ্য মিটে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল ৷ 23 টি সোনা ও 17 টি রুপো জিতেছে তারা ৷ লাল-হলুদের পয়েন্ট 418 ৷ সাত পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা ৷

পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা পুলিশ ৷ মহিলা বিভাগে সেরার তকমা ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল । অংশ নিয়েছিলেন 1 হাজার 200 জন অ্যাথলিট ৷ খেলায় স্বচ্ছতা বাড়াতে ডোপ টেস্টের ব্যবস্থা করেছিল NADA ৷ এবারের রাজ্য মিটে মোট 23টি রেকর্ড হয়েছে । যা গত বছরের তুলনায় বেশি ৷

গতবারের মতো এবারও 100 মিটারে সোনা জিতলেন ইস্টবেঙ্গলের সফিকুল মণ্ডল ৷ রাজ্য মিটে সফল হওয়ার পরে জাতীয় পর্যায়ে নিজেকে মেলে ধরতে চান । সাফ গেমসকে পাখির চোখ করলেও ধাপে ধাপে এগোতে চান বাংলার দ্রততম পুরুষ ৷ তাই আপাতত জাতীয় প্রতিযোগিতার আসরে মনোনিবেশ করতে চান ৷ মহিলাদের 100 মিটার বিভাগে খেতার ধরে রেখেছেন হিমাশ্রী রায় ৷ ইস্টার্ন রেলের হয়ে নামা হিমাশ্রী ফাইনালে সময় নিয়েছেন 11.6 সেকেন্ড ৷ হিটে তাঁর সময় ছিল 11.5 সেকেন্ড ৷ আসন্ন জাতীয় মিটে আরও উন্নতি করতে চান ৷ অলিম্পিক ও এশিয়ান গেমসকেই পাখির চোখ করছেন ৷ তবে, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব নিয়ে কিছুটা খেদ ঝরে পড়ল তাঁর গলায় ৷ আগের থেকে পরিকাঠামোর উন্নতি হলেও এখনও খামতি রয়েছে ৷ তবে, বিদেশে গিয়ে ট্রেনিংয়ের ইচ্ছা নেই হিমাশ্রীর ৷ বরং ব্যক্তিগত কোচের কাছেই প্রশিক্ষণ নিয়েই আথলেটিক্স টার্ফ কাঁপাতে চান বাংলার দ্রুততম মহিলা ৷

ABOUT THE AUTHOR

...view details