পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL Derby 2023: রক্ষণ গুছিয়েই প্রথম ডার্বি জিততে চান পদ্মাপাড়ের হেডস্যর - ডার্বি জিততে চান পদ্মাপাড়ের হেডস্যর

আইএসএল ডার্বিতে এখনও জয় অধরা । সেই অধরা স্বপ্নই এবার ছুঁতে চান ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (East Bengal Coach Stephen Constantine eyes to win first ISL Derby)। তিনি জানেন, পয়েন্ট টেবিলে দলের নয় নম্বরে থাকা নিয়ে যে সমালোচনা চলছে তা একমাত্র থামাতে পারে ডার্বির সাফল্য ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 23, 2023, 6:46 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি:ডার্বির অনুশীলনে নেমে পড়ল ইস্টবেঙ্গলও । যুবভারতী ক্রীড়াঙ্গনের দুই প্র্যাকটিস গ্রাউণ্ডে একই সময়ে যুযুধান দুই প্রধানের কোচ নীল নকশা সাজাচ্ছেন, এমন ছবি বিরল। মাঝে বাধা বলতে কালো পর্দা। এটিকে মোহনবাগান প্র্যাকটিস চোখে দেখার অনুমতি দিয়েছিল । লাল-হলুদে সেটুকু সুযোগও নেই (Stephen Constantine eyes to win first ISL Derby) ।

পদ্মাপাড়ের ক্লাবের হেডস্যর স্টিফেন কনস্ট্যান্টাইন (East Bengal Coach Stephen Constantine) বলছেন, সমর্থকদের দ্বারা মৌখিকভাবে নিগৃহীত হওয়ার শঙ্কা থেকেই তিনি পর্দা টেনেছেন। কাকপক্ষীকে ঢুকতে দিতে নারাজ । তাই ডার্বির চব্বিশ ঘণ্টা আগের অনুশীলনে মিনিট পনেরো প্র্যাকটিস দেখার অনুমতি মিলবে । শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে জয় পুরো ইস্টবেঙ্গল দলের ঝুকে পড়া কাঁধ কিছুটা হলেও সোজা করেছে । স্টিফেন জানেন, পয়েন্ট টেবিলে দলের নয় নম্বরে থাকা নিয়ে যে সমালোচনা চলছে তা একমাত্র থামাতে পারে ডার্বির সাফল্য ।

সেই ডার্বিতেই প্রথম সাক্ষাতে 0-2 গোলে হারতে হয়েছিল । লড়াই করলেও ছোট ভুলে বড় খেসারত দিতে হয়েছিল । এবার পরিস্থিতি খানিক আলাদা । শনিবার তাঁর দল যদি পালটা দিতে পারে, তাহলে সমর্থকদের ক্ষতে মলম দেওয়া যাবে । কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন দলের প্রস্তুতি নিশ্ছিদ্র করতে চান ।

টেবিলে দলের নয় নম্বরে থাকা নিয়ে যে সমালোচনা চলছে তা একমাত্র থামাতে পারে ডার্বির সাফল্য

নবাগত স্ট্রাইকার জ্যাক জারভিস শনিবারের ডার্বি নিয়ে মুখিয়ে রয়েছেন । ফিনল্যান্ডের স্ট্রাইকার দলবদলের দ্বিতীয় উইন্ডোতে লাল-হলুদ জার্সি পড়েছেন । তাঁর যোগদানে অনেকটাই ধার বেড়েছে দলের । ইতিমধ্যে ব্যাকভলিতে গোল করাই নয়, প্রতিপক্ষ ডিফেন্ডারদের চাপে রাখার কাজটাও তিনি করে চলেছেন । এবার ডার্বি । জ্যাক জার্ভিস জানিয়েছেন, তিনি ভারতে পা দেওয়ার আগে এই ম্যাচ সম্বন্ধে শুনেছেন । ইউটিউবে ম্যাচের ভিডিয়ো দেখেছেন । তাই ডার্বি ঘিরে উন্মাদনা আঁচ করতে পারছেন । আশা করছেন, সমর্থকরা তাদের সমর্থনে মাঠ ভরাবেন । সমর্থকদের চিৎকার পুরো ইস্টবেঙ্গল দলকে ভালো খেলতে অনুপ্রাণিত করবে । প্রতিপক্ষ এটিকে মোহনবাগানের কার্ল ম্যাকহিউয়ের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর । তাই ভরা স্টেডিয়ামে গোল করার স্বপ্ন তাঁর চোখে । যা পরের টুর্নামেন্ট সুপার কাপে ভালো খেলতে সাহায্য করবে বলে মনে করেন ।

আইএসএল ডার্বিতে এখনও জয় অধরা

আরও পড়ুন:হামিলের অভাব ঢাকতে রক্ষণের নীল নকশা আড়ালে রাখলেন ফেরান্দো

ডার্বিতে নামার আগে স্টিফেন কনস্ট্যান্টাইনের চিন্তা দলের রক্ষণের ধারাবাহিকতার অভাব । মুম্বইয়ের বিরুদ্ধে কিরিয়াকু লালচুননুঙ্গা, সার্থক গোলুই, জেরি এবং গোলরক্ষক কমলজিৎ ভরসা দিলেও তাঁদের ছোট ভুলের অভ্যাস চলে গিয়েছে তা বলা যাবে না । চোটের কারণে বাইরে ইভান গঞ্জালেস । তাঁর চোট সারিয়ে ডার্বির আগে ফিট হওয়ার উপর প্রশ্নচিহ্ন রয়েছে । তাই মাঝমাঠ, রক্ষণ এবং আক্রমণভাগের মধ্যে বোঝাপড়া গড়ে তুলে আইএসএলের সাত নম্বর জয় পাওয়াই লাল-হলুদ কোচের একমাত্র লক্ষ্য । একই সঙ্গে ডার্বি জয়ের খাতাও খুলতে চান পদ্মাপাড়ের হেডস্যর ।

ABOUT THE AUTHOR

...view details