কলকাতা, 8 এপ্রিল: দেওয়াল লিখন এখন তাঁর কাছে পরিষ্কার ৷ ইস্টবেঙ্গলে তিনি অতীত হতে চলেছেন ৷ টিম ম্যানেজমেন্ট নতুন কোচের সঙ্গে যোগাযোগ রাখছেন ৷ ফুটবলারদের যাঁদের চুক্তি দীর্ঘমেয়াদী তাঁরা নতুন কোচের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করছেন ৷ বিষয়গুলি নিয়ে একটা চাপা অস্বস্তি লাল-হলুদের ড্রেসিংরুমে ৷ যার প্রভাব হয়তো ইস্টবেঙ্গলের অতীত হতে চলা কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের চোখে-মুখেও ৷ জানাচ্ছেন তিনি নতুন কোচের নির্বাচন করে ফেলা নিয়ে ভাবিত নন ৷ তবে, ফুটবলাররা নিজেদের ভবিষ্যত চিন্তা করে দোটানায় পড়তে পারেন বলে মনে করছেন তিনি ৷
স্টিফেন কনস্ট্যান্টাইন মনে করছেন এই চিন্তা প্রভাবিত করতে পারে ফুটবলারদের পারফরম্যান্সকে ৷ তাই প্রেক্ষাপট বিচার করে মেয়াদ ফুরোনোর দিন যত কমছে, তত নাকি মেজাজ হারাচ্ছেন স্টিফেন কনস্ট্যান্টাইন ! রবিবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে সুপার কাপ অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল ৷ কেরলে খেলতে নামার আগে ব্রিটিশ কোচ বিরক্ত ৷ অনুশীলনের মাঠ থেকে যাতায়াতে দীর্ঘসময় ব্যয়ের জন্য ক্ষোভ প্রকাশ করলেন তিনি ৷ একই সঙ্গে সুপার কাপের ফরম্যাট নিয়েও প্রশ্ন তুলেছেন ৷
আইএসএল-এর এগারোটি দলের সঙ্গে আই-লিগের চ্যাম্পিয়ন দল সরাসরি সুপার কাপে খেলবে ৷ আই-লিগের বাকি দলগুলি যোগ্যতাপর্ব পেরিয়ে সুপার কাপে অংশ নেবে ৷ মোট ষোল দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে ৷ গ্রুপ পর্বে লিগ ফরম্যাট এবং তারপর নকআউট পর্ব ৷ এই বিভাজনেই অসন্তুষ্ট স্টিফেন কনস্ট্যান্টাইন ৷ তাঁর কথায় একই টুর্নামেন্টে দল বিভাজন অথচ নক আউট ফরম্যাট দুটো পরস্পর বিরোধী ৷