পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চেন্নাইয়ে ইস্টবেঙ্গল, আগামী 5 ম্যাচে বেশি সংখ্যক পয়েন্ট তুলতে চান কুয়াদ্রাত - ইস্টবেঙ্গল

East Bengal: শনিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলতে শুক্রবার দুপুরে দল নিয়ে রওনা হলেন কার্লেস কুয়াদ্রাত । সকালে দলের প্রস্তুতি শেষবারের মত ঝালিয়ে নিয়েছেন ।

Etv Bharat
দলের সঙ্গে কোচ কুয়াদ্রাত

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 10:33 PM IST

কলকাতা, 24 নভেম্বর: একটা মুহূর্তের খোঁজে ইস্টবেঙ্গল । যা বদলে দেবে পুরো দলের দলের পরিবেশ । ফিরিয়ে নিয়ে আসবে হারিয়ে যেতে বসা আত্মবিশ্বাস । সমর্থকদের মুখে হাসি ফেরাবে ৷ সেই সোনালি মুহূর্তের সন্ধানে লাল হলুদ ব্রিগেড । শনিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলতে শুক্রবার দুপুরে দল নিয়ে রওনা হলেন কার্লেস কুয়াদ্রাত । সকালে দলের প্রস্তুতি শেষবারের মত ঝালিয়ে নিয়েছেন ।

আইএসএলে জয়ের অভ্যাস গড়ে তোলার বদলে ইস্টবেঙ্গলকে হারের হ্যাটট্রিকের স্বাদ চাখতে হয়েছে । শনিবার প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি । বর্তমানে ক্লেটন সিলভা, হরমনজিত খাবরারা পয়েন্ট টেবিলে 12 দলের মধ্যে দশ নম্বরে রয়েছে । পয়েন্ট মাত্র চার । প্রতিপক্ষ চেন্নাইয়িন রয়েছে সাত নম্বরে । আপাতত পয়েন্টগত অবস্থান নয় কার্লেস কুয়াদ্রাত সেই সোনালি মুহূর্তের খোঁজে যা দলকে ফের নতুন শুরুর দোরগোড়ায় পৌঁছে দেবে ।

বেশ কিছুদিন বিরতির পর আইএসএলে যাত্রা শুরু করতে চলেছে লাল হলুদ । মাঝের সময়ে ভুল ত্রুটি শোধরানোর ওপর জোর দিয়েছেন তিনি । লাল হলুদ কোচ বলছেন, তাঁরা বিগত ভুল থেকে শিক্ষা নিয়েছেন । কোথায় ঠিক ভুল হচ্ছে তা ধরতে পেরেছেন । তার পুনরাবৃত্তি যাতে না হয় সেই ব্যাপারে সতর্ক রয়েছেন । এই বিষয়ে ফুটবলাররাই উদ্যোগ নিয়েছেন । "আমাদের একটা মুহূর্তের প্রয়োজন । যা দলকে ইতিবাচক দিকে ঠেলে দেবে । বদলে দেবে দলের পরিবেশ । ডুরান্ড কাপে প্রথম ম্যাচে আটকে যাওয়ার পরে ডার্বিতে জিতেছিলাম । সেই জয়ের পরে দলের মধ্যে সেই পরিবেশটা তৈরি হয়েছিল । পরপর জিতেছিলাম আমরা । ওইরকম একটা মুহূর্ত প্রয়োজন আমাদের । ফুটবলে এটা নতুন ঘটনা হয় । এইরকম হয়ে থাকে । আসলে খারাপ সময়ে অনেক ভুল হয় । শেষ ম্যাচে পেনাল্টি নষ্ট হল । পেনাল্টি থেকে গোল হলে ম্যাচটাতে অন্যরকম কিছু হতে পারত," বলছিলেন কুয়াদ্রাত ।

ড্র এবং জয় দিয়ে আইএসএল শুরু করেও সেই অভ্যাসটা গড়ে তোলা যায়নি । পরবর্তী ম্যাচগুলোতে ছোট ভুলে হারের সম্মুখীন হতে হয়েছে । কুয়াদ্রাত বলছেন সবকিছু যে তাদের হাতে ছিল, তা কিন্তু নয় । তবুও দিনের শেষে পরাজয় মানতে হয়েছে । যা সমর্থকদের গত তিন বছরের যন্ত্রণাময় দিনগুলোর পুনরাবৃত্তির শঙ্কার সামনে দাঁড় করিয়ে দিয়েছে । কুয়াদ্রাত তাই সামনের পাঁচটি ম্যাচ নিয়ে লক্ষ্য সাজাচ্ছেন । রক্ষণ আঁটোসাঁটো করে প্রতিপক্ষকে ভাঙার ছক কষেছেন । তাই পাঁচ ডিফেন্ডারে খেলার পরিকল্পনা । "সামনের পাঁচ ম্যাচে পনেরো পয়েন্ট আমাদের সামনে । যত বেশি সংখ্যক পয়েন্ট ঘরে তোলা আমাদের লক্ষ্য । তাহলে অনেক কিছু বদলে যাবে । প্রতিপক্ষ চেন্নাইয়িন ভালো দল । আমাদের সতর্ক হয়ে খেলতে হবে," প্রতিপক্ষ সম্পর্কে সমীহর সুর লাল হলুদ প্রফেসরের মুখে । বিকেল সাড়ে পাঁচটায় খেলা । চেন্নাইয়ের গরমে যা ফুটবলারদের জন্য চ্যালেঞ্জের হতে পারে । যদিও কুয়াদ্রাত জানাচ্ছেন, তিনি আবহাওয়া নিয়ে ভাবছেন না । কারণ দু'দলকেই একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে ।

অন্যদিকে, চেন্নাইয়িন এফসি তাদের শেষ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে তিন গোলে হেরেছে । তবে ইস্টবেঙ্গলের সঙ্গে পাঁচবার মুখোমুখি হয়ে তিনবার জিতেছে চেন্নাইয়িন । দু'বার ড্র হয়েছে । ঘরের মাঠে চেন্নাইয়িন যেমন তাদের জয়ের পরিসংখ্যান উন্নত করতে চাইবে । ইস্টবেঙ্গলও চেন্নাইয়িনের বিরুদ্ধে জয়ের খোঁজে নামবে । তাই বলাই যায় নতুন শুরুর অপেক্ষায় লাল হলুদ ।

আরও পড়ুন :

1 ফিফার অ্যাকাডেমিকে স্বাগত কুয়াদ্রাতের, শনিবার অনিশ্চিত বোরহা

2ভুল শুধরে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেতে আকুল ইস্টবেঙ্গল

3ওড়িশায় এফসি গোয়ার সামনে ইস্টবেঙ্গল, রেফারিং নিয়ে সরব কুয়াদ্রাত

ABOUT THE AUTHOR

...view details