কলকাতা, 28 অগস্ট: ধাপে-ধাপে লক্ষ্যপূরণ ৷ ইস্টবেঙ্গলের ড্রেসিংরুমে এই মন্ত্রটাই কোচ থেকে ফুটবলার সকলের মুখে শোনা যাচ্ছে ৷ প্রাক-মরশুমে প্রস্তুতির মধ্যে ডুরান্ড কাপের মত শতাব্দী প্রাচীন টুর্নামেন্ট খেলতে হচ্ছে ৷ দল প্রস্তুতির মধ্যে রয়েছে, একথা বারবার বলছেন কোচ কার্লস কুয়াদ্রাত ৷ তবুও তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ গড়ে উঠেছে এবং তা পূরণে কিছুটা সফলও তিনি ৷ ফলত এবার সেই পারদ আরও উর্ধ্বমুখী ৷ মঙ্গলবার ডুরান্ড কাপের সেমিফাইনালে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড ৷ ডার্বি জয় থেকে শেষ আটের গণ্ডি পেরোতে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলেছে ইস্টবেঙ্গল ৷
তবে এই ম্যাচের আগে প্ল্যান-বি তৈরি রাখছেন কার্লেস কুয়াদ্রাত ৷ নর্থ-ইস্টের বিরুদ্ধে কৌশল বদল করার ইঙ্গিত দিয়েছেন ইস্টবেঙ্গলের অনুশীলনে ৷ মন্দার রাও দেশাই চোট সারিয়ে ফিট হলেও কোয়ার্টারের মতো সেমিতেও লেফট-ব্যাকে খেলতে পারেন নিশু কুমার ৷ একটু পেছন থেকে খেলবেন নাওরেম মহেশ সিং ৷ প্রতিপক্ষের কড়া ট্যাকল এড়াতে তিনি সিভেরিওর পিছন থেকেও খেলতে পারেন ৷ বোরহা হেরেরার জায়গায় প্রথম একাদশে আসতে পারেন পার্দো ৷ শেষ ম্যাচে পরিবর্ত হিসেবে নেমেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার ৷