কলকাতা, 19 অগস্ট: কলকাতায় চলে এলেন ইমামি ইস্টবেঙ্গলের দ্বিতীয় বিদেশি ফুটবলার অ্যালেক্স লিমা (East Bengal Brazilian Midfielder Alex Lima in Kolkata) ৷ শুক্রবার সকাল 8টা 15 মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামে তার বিমান ৷ আগের মরশুমে জামশেদপুর এফসি-র হয়ে খেলেছিলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার ৷ এর আগে গত শনিবার সকালে কলকাতায় এসেছেন সাইপ্রাসের ডিফেন্ডার চারালামবোস কিরিয়াকউ ৷ শুক্রবার সকালে অ্যালেক্স লিমাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন বেশ কয়েকজন লাল-হলুদ সমর্থক ৷
গত শুক্রবার রাতে পাঁচ বিদেশি ফুটবলারকে সই করানোর কথা জানানো হয় ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ৷ তার ঠিক পরের দিনই কলকাতায় চলে আসেন সাইপ্রাসের ডিফেন্ডার চারালামবোস কিরিয়াকউ ৷ আর এদিন সকালে শহরে এসেছেন মিডফিল্ডার অ্যালেক্স লিমা ৷ এই মরশুমে 33 বছর বয়সী মিডফিল্ডার অ্যালেক্স লিমা, 32 বছরের ডিফেন্ডার ইভান গঞ্জালেস, 35 বছর বয়সী স্ট্রাইকার ক্লেইটন সিলভা এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইলিয়ান্দ্রোকে সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ৷ পাশাপাশি দলে রয়েছেন সাইপ্রাসের ডিফেন্ডার চারালামবোস কিরিয়াকউ ৷
বাকি তিন বিদেশি ফুটবলারও রবিবারের মধ্যে কলকাতায় চলে আসবেন বলে ইস্টবেঙ্গল সূত্রে খবর ৷ কর্তৃপক্ষের তরফে আরও জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশিও চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ ভারতীয় ফুটবল সংস্থাকে ফিফা নির্বাসন করলেও, বিদেশি ফুটবলারদের আইএসএল এবং আই লিগের দলগুলির সঙ্গে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না ৷