কলকাতা, 19 ফেব্রুয়ারি: নাওরেম মহেশ সিংয়ের পাস থেকে ক্লেইটন সিলভার গোল । ইস্টবেঙ্গলের গোলের এটাই পরিচিত ছবি । রবিবার সন্ধ্যায় মুম্বই সিটি এফসির বিরুদ্ধে গোলের সেই ছবিটাই বদলে গেল । 52 মিনিটে ক্লেটন সিলভার পাস থেকে জোরালো শটে বল জালে পাঠালেন নাওরেম মহেশ সিং। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জয় পেল ইস্টবেঙ্গল । ম্যাচের ফল 1-0। এই জয় স্টিফেন কনস্ট্যান্টাইনের দলের ঝুলিতে 19 পয়েন্ট এনে দিল । একই সঙ্গে ডার্বির আগে আত্মবিশ্বাস (East Bengal beat Mumbai City FC)।
চলতি আইএসএলে এই জয় 6 নম্বর । যা আগের কোনও আইএসএলে পায়নি লাল-হলুদ । লিগ শিল্ড আগেই চলে এসেছে । 46 পয়েন্ট নিয়ে প্রথম ছ’য়ে জায়গাও পাকা । কিন্তু বেঙ্গালুরু এফসির পরে ইস্টবেঙ্গলের কাছে পরাজয় ব্যাকিংহামের দলের আত্মমর্যাদায় আঘাত করবে । চলতি মরসুমে ডুরান্ড কাপে মুম্বই সিটি এফসিকে হারিয়েছিল ইস্টবেঙ্গল । এবার আইএসএলে প্রথমবার মুম্বইকে হারাল তারা । তা আবার তাদের ঘরের মাঠে ।
28 ম্যাচ পরেও গোল পেল না মুম্বই । তবে তা নিয়ে ব্যাকিংহাম যে চিন্তিত তা মনে হয় না । কারণ তার দলের কাছে কার্যত নিয়মরক্ষার ছিল রবিবার সন্ধ্যার ম্যাচটি । প্রথম একাদশে একাধিক পরিবর্তন করেছিল মুম্বই । তবে ইস্টবেঙ্গলের কৃতিত্বকে খাটো করা যাবে না । গোল করে ম্যাচের সেরা নাওরেম মহেশ সিং। দলের গোল সংখ্যা বাড়তে পারত যদি সুহের ভিপি গোলকানা না-হতেন ।