পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL 2022-23: ডার্বির আগে মুম্বই 'বধ', ফার্স্ট বয়কে হারিয়ে চনমনে লাল-হলুদ - ISL 2022 23

52 মিনিটের একমাত্র গোলে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জয় পেল ইস্টবেঙ্গল ৷ ক্লেইটন সিলভার পাস থেকে জোরালো শটে বল জালে পাঠালেন নাওরেম মহেশ সিং। ডার্বির আগে চনমনে লাল-হলুদ (East Bengal beat Mumbai City FC) ।

East Bengal
Etv Bharat

By

Published : Feb 19, 2023, 10:49 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি: নাওরেম মহেশ সিংয়ের পাস থেকে ক্লেইটন সিলভার গোল । ইস্টবেঙ্গলের গোলের এটাই পরিচিত ছবি । রবিবার সন্ধ্যায় মুম্বই সিটি এফসির বিরুদ্ধে গোলের সেই ছবিটাই বদলে গেল । 52 মিনিটে ক্লেটন সিলভার পাস থেকে জোরালো শটে বল জালে পাঠালেন নাওরেম মহেশ সিং। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জয় পেল ইস্টবেঙ্গল । ম্যাচের ফল 1-0। এই জয় স্টিফেন কনস্ট্যান্টাইনের দলের ঝুলিতে 19 পয়েন্ট এনে দিল । একই সঙ্গে ডার্বির আগে আত্মবিশ্বাস (East Bengal beat Mumbai City FC)।

চলতি আইএসএলে এই জয় 6 নম্বর । যা আগের কোনও আইএসএলে পায়নি লাল-হলুদ । লিগ শিল্ড আগেই চলে এসেছে । 46 পয়েন্ট নিয়ে প্রথম ছ’য়ে জায়গাও পাকা । কিন্তু বেঙ্গালুরু এফসির পরে ইস্টবেঙ্গলের কাছে পরাজয় ব্যাকিংহামের দলের আত্মমর্যাদায় আঘাত করবে । চলতি মরসুমে ডুরান্ড কাপে মুম্বই সিটি এফসিকে হারিয়েছিল ইস্টবেঙ্গল । এবার আইএসএলে প্রথমবার মুম্বইকে হারাল তারা । তা আবার তাদের ঘরের মাঠে ।
28 ম্যাচ পরেও গোল পেল না মুম্বই । তবে তা নিয়ে ব্যাকিংহাম যে চিন্তিত তা মনে হয় না । কারণ তার দলের কাছে কার্যত নিয়মরক্ষার ছিল রবিবার সন্ধ্যার ম্যাচটি । প্রথম একাদশে একাধিক পরিবর্তন করেছিল মুম্বই । তবে ইস্টবেঙ্গলের কৃতিত্বকে খাটো করা যাবে না । গোল করে ম্যাচের সেরা নাওরেম মহেশ সিং। দলের গোল সংখ্যা বাড়তে পারত যদি সুহের ভিপি গোলকানা না-হতেন ।

আরও পডুন:মহমেডান মাঠে খণ্ডযুদ্ধ ইস্ট-মোহন সমর্থকদের, হকি লিগে রক্তাক্ত বড় ম্যাচ

প্রথমার্ধে দু’দলই গোল করার মত পরিস্থিতি তৈরি করেছিল । তুলনায় মুম্বইয়ের সুযোগ ছিল বেশি । কমলজিতের দু‘টো হাত এবং বিরতির আগে পোস্ট প্রতিপক্ষ না হলে মুম্বই এগিয়ে যেতে পারত । বিরতির পরে ইস্টবেঙ্গল ধীরে ধীরে প্রত্যাঘাতে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলতে থাকে । মাঝমাঠের দখলে পাল্লা দিতে থাকে তারা । এই কৃতিত্ব দিতে হবে নাওরেম মহেশ সিং, অ্যালেক্স লিমা, মোবাসিরকে । সময় যত গড়িয়েছে লাল-হলুদ রক্ষণ জমাট বেঁধেছে । সার্থক গোলুই, লালচুননুঙ্গা জেরি এবং কিরিয়াকুর পায়ে তৈরি হওয়া জমাট দেওয়াল ছাঙতে, রাওলেন বর্জেসরা ভাঙতে পারেননি । অনবদ্য ফুটবল উপহার দিলেন কমলজিৎ সিং। দ্বিতীয়ার্ধে নিশ্চিত দুটো গোল বাঁচালেন অবিশ্বাস্য ক্ষিপ্রতায়।

ক্লেইটন সিলভা গোল না-পেলেও আক্রমণের নেতৃত্বে ছিলেন। জ্যাক জার্ভিসও আক্রমণ এবং রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন । ফলে শেষ পনেরো মিনিট প্রায় একপেশে আক্রমণ হানলেও গোল অধরা মুম্বইয়ের । লিগ শিল্ড জয়ের আনন্দে জাহু, রাহুল ভেকে, ছাঙতেরা । কিন্তু প্লে-অফের আগে পরপর দু’ম্যাচে হার চিন্তায় রাখবে । অন্যদিকে ডার্বির আগে জয় ইস্টবেঙ্গলকে অক্সিজেন দেবে । প্রথমবার আইএসএলের মঞ্চে ডার্বি থেকে পয়েন্ট নেওয়ার স্বপ্ন দেখতে সাহসী করবে ।

ABOUT THE AUTHOR

...view details