কলকাতা, 12 অগস্ট: টানা নবম বড় ম্যাচে হারের দুঃস্বপ্ন কাটিয়ে নয়া ভোর যুবভারতীতে ৷ মোহনবাগান সুপার জায়ান্টকে 1-0 গোলে হারিয়ে ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে জয় ইস্টবেঙ্গলের ৷ সাড়ে চার বছর পর গ্যালারিতে জ্বলল মশাল, বড় ম্যাচের রং আবারও লাল-হলুদ ৷ 60 মিনিটে সিভেরিও তোরোর লম্বা পাস রিসিভ করে বক্সের সামান্য বাইরে থেকে নন্দ কুমারের শটের নাগাল পাননি বিশাল কাইথ ৷ আর ওড়িশা এফসি'র প্রাক্তনীর শটটা জালে জড়াতেই সিংহ গর্জন যুবভারতীতে ৷ হাতে আধঘণ্টা সময় ছিল, তবে পরিবর্ত হিসেবে বিশ্বকাপার জেসন কামিংস কিংবা দিমিত্রি পেত্রাতোসকে নামিয়েও গোল ফিরিয়ে দিতে ব্যর্থ 'তারকাখোচিত' সবুজ-মেরুন ৷
ফল যা হওয়ার তাই হল ৷ পরাজয়ের গ্লানি ভুলে নতুন হেডস্যর কার্লস কুয়াদ্রাতের হাত ধরে 1658 দিন পর বড় ম্যাচে জয় এল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে ৷ হার না-মানা মনোভাব ফুটবলারদের কাছ থেকে মাঠে দেখতে চেয়েছিলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। নিশ্চয় পেপটক দিয়েছিলেন ক্রেসপো, বোরহা, নন্দ কুমারদের ৷ কোচকে হতাশ করেননি লাল-হলুদ ফুটবলাররা। মগজাস্ত্রের লড়াইয়ে ফেরান্দোকে টেক্কা দিলেন কুয়াদ্রাত। 4-5-1 ছকে দল নামিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। তারকাখোচিত সবুজ-মেরুনের সামনে সীমিত সামর্থ্য নিয়ে লড়তে হবে জেনে তৈরি রেখেছিলেন প্ল্যান 'বি' ৷ সময় যত এগিয়েছে ইস্টবেঙ্গল পরিস্থিতি অনুযায়ী ছক বদল করে গিয়েছেন ৷