কলকাতা, 26 সেপ্টেম্বর: আক্রমণভাগের চূড়ান্ত ব্যর্থতায় সোমবার আইএসএলের প্রথম ম্যাচে জামশেদপুরের কাছে আটকে গিয়েছে সিনিয়র টিম ৷ পরদিন কলকাতা লিগে দাদাদের পারফরম্যান্সের হতাশা যেন সুদে-আসলে পুষিয়ে দিল ভাইয়েরা ৷ সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার নিজেদের মাঠে খিদিরপুরকে 10-1 গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল ৷ জোড়া হ্যাটট্রিক এল পিভি বিষ্ণু এবং মহিতোষ রায়ের পা থেকে ৷ সবমিলিয়ে জমে গেল কলকাতা লিগের সুপার সিক্স পর্ব।
জোড়া হ্যাটট্রিকে এদিন রেকর্ড গড়ে ফেললেন ইস্টবেঙ্গলের দুই ফুটবলার বিষ্ণু ও মহিতোষ। ইস্টবেঙ্গল জার্সিতে অষ্টম জুটি হিসেবে এক ম্যাচে হ্যাটট্রিকের নজির গড়লেন দু'জনে। অতীতে যে রেকর্ড রয়েছে চিমা ওকোরি এবং কুলজিৎ সিংয়ের নামের সঙ্গে। ইস্টবেঙ্গলের দশ গোলের কৃতিত্বই অবশ্যই প্রথম নয়। এর আগে দু'বার প্রতিপক্ষের জালে 10 বা তার বেশি গোল জড়ানোর কৃতিত্ব রয়েছে তাদের।
প্রতিপক্ষ খিদিরপুর এই মুহূর্তে নড়বড়ে অবস্থায়। কোচ পদত্যাগ করেছেন। ফুটবলাররা চলে গিয়েছেন আই লিগ খেলতে। তবে তার জন্য ইস্টবেঙ্গলের কৃতিত্ব খাটো হওয়ার নয় মোটেই ৷ ডেডলক খুলতে এদিন ইস্টবেঙ্গল সময় নেয় মাত্র 7 মিনিট। পিভি বিষ্ণু অসাধারণ ফ্রি-কিকে গোলের খাতা খোলেন। এরপর সময় যত এগোয়, লাফিয়ে বাড়ে গোল সংখ্যা। 10 মিনিটে ফের গোল বিষ্ণুর। বিষ্ণু হ্যাটট্রিক পূর্ণ করেন 37 মিনিটে। মহিতোষের ক্রস থেকে বল পেয়ে বিষ্ণু খিদিরপুরের এক ডিফেন্ডারকে কাটিয়ে হ্যাটট্রিক সেরে ফেলেন।