পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Kolkata League Practice Match: প্রস্তুতি ম্যাচে তিন গোলে জয়, প্রস্তুতিতে খুশি স্টিফেন

কলকাতা লিগের (Kolkata League) প্রস্তুতি ম্যাচে জর্জ টেলিগ্রাফকে (George Telegraph) 3-0 গোলে হারাল ইমামি ইস্টবেঙ্গল । রবিবার সকালে নিউটাউনের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল ।

East Bengal beat George Telegraph in Kolkata League warm up match
East Bengal beat George Telegraph in Kolkata League warm up match

By

Published : Sep 18, 2022, 9:01 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর:কলকাতা লিগের (Kolkata League) প্রস্তুতি ম্যাচে জর্জ টেলিগ্রাফকে (George Telegraph) 3-0 গোলে হারাল ইমামি ইস্টবেঙ্গল । রবিবার সকালে নিউটাউনের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল । কলকাতা লিগে সুপার সিক্সে যোগ্যতা অর্জন করতে না-পারলেও প্রিমিয়ার ডিভিশনে বেশ ভাল ফুটবল খেলেছে জর্জ ।

দর্শক বা সংবাদমাধ্যমের ঢোকার অনুমতি ছিল না । ম্যাচের 15 মিনিটে প্রথম গোল দেন নাওরেম মহেশ সিং । 51 মিনিটে ব্যবধান বাড়ান ভিপি সুহের । শেষ গোল এলিয়ান্দ্রোর ম্যাচের 62 মিনিটে । কলকাতা লিগের সুপার সিক্সের লড়াইয়ে নামার আগে এই জয় অক্সিজেন জোগাবে লাল-হলুদকে ।

জর্জ গোলরক্ষকের সেভ করা বল ডি বক্সের বাইরে থেকে হেড করে জালে জড়িয়ে দেন নাওরেম । গোলরক্ষক এগিয়ে থাকায় বল ধরতে পারেননি । ম্যাচে খেলেছেন জর্ডন ও'দোহার্তিও । ডুরান্ড কাপের ব্যর্থতা ঢাকার লক্ষ্যে কলকাতা লিগে খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল । ডুরান্ড কাপে এটিকে মোহনবাগানের মতোই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল । সেই ব্যর্থতা ঢাকতে কলকাতা লিগ জিততে মরিয়া স্টিফেন কনস্ট্যানটাইন । আর সেই জন্যই প্রস্তুতি ম্যাচে জোর দিতে চাইছেন তিনি (Kolkata League Practice Match) ।

এছাড়াও ইন্ডিয়ান সুপার লিগের আগে দলকে তৈরি করে নিতে চাইছেন লাল-হলুদের ব্রিটিশ কোচ । শনিবার কলকাতা লিগ নিয়ে বৈঠক হলেও সমাধান সূত্র মেলেনি । মনে করা হচ্ছে, এটিকে মোহনবাগানকে ছাড়াই কলকাতা লিগ করতে হবে আইএফএ-কে । তাতে লিগের জৌলুষ যে অনেকটাই কমে যাবে, তা নিশ্চিত । তবে সবুজ-মেরুনের নিত্য বায়নাক্কা ভালোভাবে নিচ্ছে না আইএফএ । এমনটাই সূত্রের খবর ।

আরও পড়ুন:সব পেলেও অধরা ডুরান্ড, শ্বশুরবাড়ির মাঠে লক্ষ্যপূরণে মরিয়া সুনীল

দুই-একদিনের মধ্যেই সূচি তৈরি করে দেওয়া হবে । এবং তা পাঠিয়ে দেওয়া হবে ছয় ক্লাবকে । এফএসডিএল-এর সঙ্গে আলোচনা করে লিগ খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে এটিকে মোহনবাগান । প্রথমে বকেয়া মেটানো নিয়ে সমস্যা, তারপর আবার ফুটবলার নিয়ে সমস্যা । আর এবার নতুন ঝামেলার কথা জানাল এটিকে মোহনবাগান । ফলে কলকাতা লিগে তাদের খেলা এখনও নিশ্চিত নয় ।

ABOUT THE AUTHOR

...view details