পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Durand Cup 2022: ডার্বিতেই কি ডুরান্ড কাপের বোধন ? - ডার্বিতেই কি ডুরান্ড কাপের বোধন

দীর্ঘদিন পর কলকাতা ময়দান ফের দেখতে চলেছে ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান ম্যাচ ৷ যুবভারতীতে ফের মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল এবং তা ডুরান্ড কাপের মত শতবর্ষ প্রাচীন টুর্নামেন্টে(Durand Cup 2022)৷

Durand Cup 2022
ডুরান্ড কাপ 2022

By

Published : Jul 17, 2022, 11:03 PM IST

কলকাতা, 17 জুলাই:বল গড়ানো শুরু হয়ে গিয়েছে কলকাতা ময়দানে । কোভিডের জন্য দীর্ঘদিন কলকাতায় বন্ধ ছিল ফুটবল প্রতিযোগিতা । গত মরশুমে কলকাতায় খেলা চালু হলেও কলকাতা লিগ, ডুরান্ড কাপে খেলেনি এটিকে মোহনবাগান বা ইস্টবেঙ্গল । আইএসএল-এ ডার্বি হলেও তা অনুষ্ঠিত হয়েছে গোয়াতে । দর্শকরাও মাঠে ঢুকতে পারেননি । তবে ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের চিরাচরিত লড়াই কলকাতা ময়দানে না হলে পুরোটাই যেন নুন ছাড়া তরকারির মতো হয়ে যায় ।

তবে এবার আড়াই বছরের আক্ষেপ মিটতে চলেছে । যুবভারতীতে ফের মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল এবং তা ডুরান্ড কাপের মত শতবর্ষ প্রাচীন টুর্নামেন্টে(East Bengal and atk mohun bagan possibility face in opening match in durand cup)। ডুরান্ডের প্রথম ম্যাচেই খেলতে নামছে দুই দল । 16 অগস্ট শুরু হবে টুর্নামেন্ট । ফুটবলপ্রেমী দিবস গত মরসুম থেকে 'খেলা হবে' দিবস হিসেবে পালিত হয় বঙ্গে । 42 বছর আগের শোকসন্তপ্ত ঘটনার শ্রদ্ধার্ঘ্য শুধু রক্তদান শিবির করে নয়, ফুটবল খেলে আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে । সেই দিনই ডুরান্ড কাপ শুরুর পরিকল্পনা করেছে সেনাবাহিনী । আগের মাসেই তিন প্রধানের কর্তাদের নিয়ে বৈঠকে বসেন সেনাকর্তারা । ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও উপস্থিত ছিলেন সেই বৈঠকে । সেখানেই ঠিক হয়, বড় ম্যাচ দিয়েই শুরু হবে ডুরান্ড কাপ ।

আরও পড়ুন :ইমামির চুক্তিপত্রে সম্মতি ইস্টবেঙ্গলের, দ্রুত স্বাক্ষরের অনুরোধ ক্লাবের

গত মরশুমে দুই প্রধান ইস্টবেঙ্গল-এটিকে মোহনবাগান ডুরান্ডে অংশ নেয়নি । ফলে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের জৌলুস অনেকটাই কমে গিয়েছিল । আর সেই কারণেই এই দুই প্রধানকে ফেরাতে বদ্ধপরিকর ছিলেন সেনাকর্তারা । তাঁরা ভালোভাবেই জানেন, আইএসএল-এর অন্য ক্লাবগুলি যোগ দিলেও তিন প্রধানের খেলা খুব জরুরি তাঁদের জন্য । আর এবার আরও বড় করে হচ্ছে ডুরান্ড কাপ । আইএসএল-এর সমস্ত দলই যোগ দিচ্ছে এবারের ডুরান্ডে । একই গ্রুপে ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান ।

এবারের ডুরান্ড কাপে অংশ নেবে 20টি দল ৷ 11টি আইএসএল দলের পাশাপাশি পাঁচটি আই লিগ ক্লাব ও 4টি সেনা দল । পাঁচটি গ্রুপে ভাগ করে দেওয়া হবে চারটি দলকে । তিনটি রাজ্যে ডুরান্ড কাপের খেলা হবে । সূচি ঘোষণা না হলেও জানা গিয়েছে একই গ্রুপে রাখা হবে ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানকে । প্রথম ম্যাচ ডার্বি করার ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকলেও সেটা কাটিয়ে উঠতে সমস্যা হবে না বলেই মত সেনাবাহিনীর । আর ডার্বি দিয়েই ডুরান্ড শুরু হলে উন্মাদনা বাড়বে কলকাতার দর্শকদের । সেই কথা চিন্তা করেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে । ফাইনাল ম্যাচ হওয়ার কথা 24 সেপ্টেম্বর ।

আরও পড়ুন :প্রশাসনিক জটিলতা ও ক্লাবগুলির অনুরোধে পিছল ময়দানের বল গড়ানো

ABOUT THE AUTHOR

...view details