পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দিদি 25 লাখ টাকা চেয়ে ব্ল্যাকমেল করছে : দ্যুতি চাঁদ - blackmail

দিদি সরস্বতী চাঁদ তাঁকে 25 লাখ টাকা চেয়ে ব্ল্যাকমেল করছিলেন । ভারতের দ্রুততম মহিলা দ্যুতি চাঁদ আজ এই অভিযোগ আনেন ।

দ্যুতি চাঁদ

By

Published : May 21, 2019, 11:17 PM IST

ভুবনেশ্বর, 21 মে : দিদি সরস্বতী চাঁদ তাঁকে ব্ল্যাকমেল করছিলেন বলেই সমকামী হওয়ার বিষয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন । ভারতের দ্রুততম মহিলা দ্যুতি চাঁদ আজ এই অভিযোগ এনে বলেন, "আমার সমপ্রেম সম্পর্কের কথা জানার পর থেকেই ও আমাকে ব্ল্যাকমেল করা শুরু করেছে । 25 লাখ টাকা চেয়েছে । এই সম্পর্ক থেকে যাতে বেরিয়ে আসি, তার জন্য ক্রমাগত চাপ দিচ্ছে ।"

গতকাল সরস্বতী সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, দ্যুতি যার সঙ্গে সম্পর্কে রয়েছে, সে ওকে সম্পত্তির লোভে ক্রমাগত ব্ল্যাকমেল করে চলেছে । ওই যুবতির চাপেই নিজের সম্পর্ক প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছে দ্যুতি চাঁদ । তার জবাবে আজ নিজের দিদির বিরুদ্ধেই তাঁকে ব্ল্যাকমেল করার অভিযোগ আনলেন দ্যুতি চাঁদ ।

রবিবার নিজের সমপ্রেম সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন এশিয়ান গেমসে দুটি রুপোর পদক জেতা স্প্রিন্টার । তিনি জানিয়েছিলেন, তিন বছর ধরে সমপ্রেম সম্পর্কে রয়েছেন। ওড়িশার গোপালপুরের চাকাতেই বান্ধবীর বাড়ি । তিনি আরও জানিয়েছেন, তাঁদের সম্পর্ক সবার চর্চার বিষয়বস্তু হয়ে উঠুক তা তিনি চান না ।

ABOUT THE AUTHOR

...view details