পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Durand Cup 2023: বাগানের সামনে মুম্বই, লাল-হলুদ খেলবে গোকুলামের বিরুদ্ধে; ডুরান্ডের শেষ আটের সূচি প্রকাশ - মুখোমুখি হচ্ছে না ময়দানের দুই প্রধান

Durand Cup Quarter-final Fixtures: ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনালে দেখা হচ্ছে না ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্টের ৷ সম্ভাবনা থাকলেও ডুরান্ডের ফাইনালে না-পৌঁছলে দেখা হওয়ার সম্ভাবনা নেই দুই প্রধানের ৷ তাহলে কোয়ার্টার ফাইনালে কাদের মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান, জেনে নিন ৷

Image Courtesy: Twitter
Image Courtesy: Twitter

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2023, 5:41 PM IST

কলকাতা, 22 অগস্ট: মঙ্গলবার দুপুরে ডুরান্ড কাপের শেষ আটের সূচি প্রকাশিত হল ৷ কলকাতায় ঘরের মাঠেই কোয়ার্টার-ফাইনালে খেলতে নামবে ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট ৷ তবে, একে অপরের বিরুদ্ধে নয় ৷ ইস্টবেঙ্গল খেলবে গোকুলাম কেরালা এফসি'র বিরুদ্ধে ৷ আর মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে ৷ 24-27 অগস্ট অনুষ্ঠিত হবে ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল ৷ শেষ আটের প্রথম ম্যাচ নর্থ-ইস্ট ইউনাইটেড মুখোমুখি হবে ভারতীয় সেনার ৷

সোমবার রাতেই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের প্রাথমিক ড্র হয় ৷ যেখানে গ্রুপ পর্যায় থেকে ওঠা 8টি দলকে পট এ এবং পট বি'তে ভাগ করা হয়েছিল ৷ এ-তে ছিল ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট, মুম্বই সিটি এফসি ও গোকুলাম কেরালা এফসি ৷ অন্য পটে রাখা হয়েছিল এফসি গোয়া, নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি, চেন্নাইয়িন এফসি এবং ভারতীয় সেনা দলকে ৷ সোমবার রাতে ড্র'য়ের পর আজ দুপুরেই সূচি ঘোষণা করা হয়েছে ৷

ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনালের সূচি

  • প্রথম কোয়ার্টার-ফাইনাল 24 অগস্ট, 2023- নর্থ-ইস্ট ইউনাইটেড বনাম ভারতীয় সেনা
  • দ্বিতীয় কোয়ার্টার-ফাইনাল 25 অগস্ট, 2023- ইস্টবেঙ্গল বনাম গোকুলাম কেরালা এফসি
  • তৃতীয় কোয়ার্টার-ফাইনাল 26 অগস্ট, 2023- এফসি গোয়া বনাম চেন্নাইয়ন এফসি
  • চতুর্থ কোয়ার্টার-ফাইনাল 27 অগস্ট, 2023- মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি

আয়োজকদের তরফে জানানো হয়েছে, সব ম্যাচ খেলা হবে সন্ধ্যা 6টায় ৷ কলকাতা ও গুয়াহাটিতে হবে শেষ আটের চারটি ম্যাচ ৷ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে কলকাতায় ৷ উল্লেখ্য, ইস্টবেঙ্গল অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেলেও, মোহনবাগানের সামনে বেশ কঠিন লড়াই ৷ বিশেষজ্ঞদের দাবি, মুম্বই সিটি এফসি যথেষ্ট কঠিন প্রতিপক্ষ ৷ এবারের ডুরান্ডে মুম্বইয়ের দলটি শক্তিশালী দল নিয়ে খেলতে নেমেছে ৷ প্রতিপক্ষের উপর কার্যত স্টিম রোলার চালাচ্ছে আরব সাগরের পারের এই দল ৷ ফলে জুয়ান ফেরান্দোর দলের কাজটা সহজ হবে না ৷ তার উপর মোহনবাগান দল হিসেবে এখনও ছন্দ মেলে ধরতে পারেনি ৷

আরও পড়ুন:কোপা আমেরিকার নিয়ম ডুরান্ডে, ফের বাজছে বড়ম্যাচের ডঙ্কা

অন্যদিকে, গোকুলামে সদ্য যোগ দিয়েছেন কমরন তুরশনভ ৷ অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি ৷ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে পারেন ৷ ফলে কিছুটা সতর্ক থাকতে হবে লাল-হলুদকে ৷ কমরন এর আগেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের হয়ে খেলেছেন ৷ আই লিগ জয়ের রেকর্ড রয়েছে তাঁর ৷ মঙ্গলবার ইস্টবেঙ্গল মাঠে খেলা দেখতে এসেছিলেন কার্লেস কুয়াদ্রাত ৷ সেখানে শেষ আটের প্রতিপক্ষ নিয়ে কিছু বলতে চাননি ৷ তবে, নক আউটে যে কোনও দলই যে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি থাকে, তা মনে করিয়ে দিয়েছেন কুয়াদ্রাত ৷

ABOUT THE AUTHOR

...view details