কলকাতা, 22 অগস্ট: মঙ্গলবার দুপুরে ডুরান্ড কাপের শেষ আটের সূচি প্রকাশিত হল ৷ কলকাতায় ঘরের মাঠেই কোয়ার্টার-ফাইনালে খেলতে নামবে ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট ৷ তবে, একে অপরের বিরুদ্ধে নয় ৷ ইস্টবেঙ্গল খেলবে গোকুলাম কেরালা এফসি'র বিরুদ্ধে ৷ আর মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে ৷ 24-27 অগস্ট অনুষ্ঠিত হবে ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল ৷ শেষ আটের প্রথম ম্যাচ নর্থ-ইস্ট ইউনাইটেড মুখোমুখি হবে ভারতীয় সেনার ৷
সোমবার রাতেই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের প্রাথমিক ড্র হয় ৷ যেখানে গ্রুপ পর্যায় থেকে ওঠা 8টি দলকে পট এ এবং পট বি'তে ভাগ করা হয়েছিল ৷ এ-তে ছিল ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট, মুম্বই সিটি এফসি ও গোকুলাম কেরালা এফসি ৷ অন্য পটে রাখা হয়েছিল এফসি গোয়া, নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি, চেন্নাইয়িন এফসি এবং ভারতীয় সেনা দলকে ৷ সোমবার রাতে ড্র'য়ের পর আজ দুপুরেই সূচি ঘোষণা করা হয়েছে ৷
ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনালের সূচি
- প্রথম কোয়ার্টার-ফাইনাল 24 অগস্ট, 2023- নর্থ-ইস্ট ইউনাইটেড বনাম ভারতীয় সেনা
- দ্বিতীয় কোয়ার্টার-ফাইনাল 25 অগস্ট, 2023- ইস্টবেঙ্গল বনাম গোকুলাম কেরালা এফসি
- তৃতীয় কোয়ার্টার-ফাইনাল 26 অগস্ট, 2023- এফসি গোয়া বনাম চেন্নাইয়ন এফসি
- চতুর্থ কোয়ার্টার-ফাইনাল 27 অগস্ট, 2023- মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি